তেরা নম্বর আগর ফরেক্স মেইন কাম্যব হোনা চাহতা হ্যায় তো ওয়াহ ইসমিন মেহনাত কে পীর কাবি ভি কামিয়াবি হাসিল না কর পেইগা নাহী র আছা লাভ ভী কামা সাকতে হৈ
Printable View
আপনার একাউন্ট এর লেভারেজ বেশি ছিল।কারন আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটর রাই ভাল দিতে পারবে।
আমার মনে হয় না যে প্রফিট বেশি হওয়ার কারণে আপনাকে ব্যান করা হয়েছে। আসলে আমার ধারণা আছে অন্য কোন সমস্যা হওয়ার কারণে আপনাকে হয়তো বা ব্যান্ড করা হয়েছে। আপনি সম্মানিত মডারেটরদের সাথে খুব ভালোভাবে আলোচনা করে দেখতে পারেন তারা কি সমাধান দিয়ে থাকেন। প্রয়োজনে আপনি মেইল করে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা কি বলতে চায় লাইভ চ্যাটিং এর মাধ্যমে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটরারা ভাল দিতে পারবে।
কোন অপরাধ না করে থাকেন তাহলে সেটা চ্যালেঞ্জ করে পুনরায় বোনাস এবং বোনাসের প্রফিট ফিরে পাবার সুযোগ আছে। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে, এমনকি যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও ডিপোজিট করে না এবং শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে তাদেরও সনাক্ত করে তাদের অ্যকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে।
বর্তমান সময়ে ফরেক্স থেকে অনেককেই এমন শাস্তি দেওয়া হচ্ছে । এর আসল কারণ সম্পর্কে তারাও অবগত নন। কিন্তু এর মূল কারণ যদি তারাও বলতে না পারে একটি সময় কোন ট্রেডার ফরেক্সে এর উপর বিশ্বাস থাকবে না । এছাড়া নতুন কোন ট্রেডার ফরেক্সে আসার কোন প্রকার আগ্রহ প্রকাশ করবে না। তাই কর্তৃপক্ষের এমন আচরণ করার যথাযথ কারণ উল্লেখ করে আরোও সুন্দর ভাবে ফরেক্সকে নিয়মের ভিতরে পরিচালনা করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে।
আপনার এত বড় একটা এমাউন্টের একাউন্ট হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ব্যান হওয়া টা খুবই দুঃখজনক। তার মধ্যে উক্ত কারণটি যদি আপনি না জানতে পারেন তাহলে আরও কষ্ট দায়ক কষ্টদায়ক। পোষ্ট করে ব্যালেন্স জমিয়ে রেখে ট্রেড করি কিন্তু সেই একাউন্টে যদি ব্যান হয়ে যায় তাহলে সেটা বোঝানোর মত নয়। তবে কেন একাউন্টে ব্যান হয়েছে সেটা ফোরাম বা ইন্সটাফরেক্স কর্তৃপক্ষের কাছে সঠিক কারণ জানানোর উচিত ছিল।