-
ডেমো টা ভার্চুয়াল টাকা দিয়ে করা হয় কিন্তু যেহেতু আপনি ডেমো টা করতেছেন নিজের স্কিল ডেভলপ করার জন্য আর ডেমো দিয়েই যেহেতু শুরু তাহলে আপনি যে পরিমান ব্যালেন্স নিয়ে প্রথমে কাজ শিখবেন পরে যদি সেই পরিমান ব্যালেন্স না পান তাহলে উলাটাপাল্টা লাগবে এইটাই স্বাভাবিক। আমি বলবো আপনার যা রিয়েল ট্রেডে ইনভেস্ট করার সামর্থ আছে সেটা দিয়েই ডেমো ট্রেড করেন। সেই এমাউন্ট টা হতে পারে ১০০ ডলার বা ২০০ ডলার কিংবা তার থেকেও বেশি
-
ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার একমাত্র পথ হলো ডেমো ট্রেডিং প্রাকটিস করা । আর এই ডেমো ট্রেডিং প্রাকটিস করার জন্য ব্রোকার হাউস আমাদের আনলিমিটেড অর্থ দিয়ে থাকে । কিন্তু আমরা যদি সেই আনলিমিটেড অর্থ নিয়ে ট্রেড করি তাহলে ভালো করে কিছু শিখতে পারবো না । তাই আমাদের উচিত ডেমো একাউন্ট খোলার সময় ১০০ - ১৫০ ডলার সিলেক্ট করে তারপর একাউন্ট খুলা । তাহলে আমরা ট্রেড করে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং সেই অভিজ্ঞতা আমাদের রিয়েল ট্রেড করার জন্য অনেক ভালো কাজে আসবে,,,,, ধন্যবাদ ।
-
আমি এরকম অনেককেই দেখেছি যারা ডেমোতে কয়েক হাজার ডলার লাভ করতে পারে অথচ রিয়েল একাউন্টে এ এসে লস করতে থাকে। এর কারন হলো সঠিকভাবে ডেমো ট্রেডিং না করা। অনেকবেশি ডেমোতে ব্যালেন্স নিয়ে বেশি লটে ট্রেড করে ডেমোতে দ্রুত প্রফিট করা যায় রিয়েলে নয়। তাই আপনার রিয়েলে ঠিক যতটা ইনভেস্ট করার ইচ্ছা আছে ঠিক ততটুকু ব্যালেন্স নিয়েই ডেমোতে সিরিয়াসলি ট্রেড করুন এতে করে ভালো ফল আশা করা যাবে।
-
ডেমো একাউন্ট কে রিয়েল মনে করে আপনার ব্যালেন্স নিতে হবে,আপনি যদি বেশি ব্যালেন্স নিয়ে ডেমো করেন তাহলে আপনি উল্টা পাল্টা ট্রেড করবেন তাই অল্প ব্যালেন্স নিয়ে আপনি ডেমো একাউন্ট খুলে ট্রেড করবেন,৫০০ ডলার দিয়ে ডেমো একাউন্ট খোলা ভালো এই ব্যালেন্স টি ট্রেড করার জন্য শ্রেয় আমি মনে করি।
-
ডেমো ট্রেড করলে ১০০ ডলার দিয়ে শুরু করলে ভালো হয়। কেননা আপনি আগেই যদি বড় এমাউন্ট দিয়ে ট্রেড করার অভ্যাস করেন পরে দেখা গেছে আপনি সেই টাকা বিনিয়োগও করতে পারছেন না। এবং ট্রেড করতে করতে অভ্যাস হয়ে যাবে। তখন ছোট লট দিয়ে ট্রেড করতে মন চাইবে না। সুতরাং আগেই ছোট ব্যালেন্স দিয়ে ট্রেড করার অভ্যাস করুন।
-
বাজারের সাথে তুলনা করে, ফরেক্স শোকেসে সবচেয়ে বেশি সংখ্যক মার্কেট সদস্য রয়েছে। এটি সর্বাধিক উন্নত স্তরের তরলতা দেয়, যার অর্থ নগদ ব্যবসায় এমনকি বিশাল অনুরোধগুলি কোনও বিশাল মূল্য বিচ্যুতি ছাড়াই দক্ষতার সাথে পূরণ করা হয়। এই মান নিয়ন্ত্রণ এবং মান অদ্ভুততার সম্ভাবনা হ্রাস করে, এই লাইন বরাবর আরও শক্তভাবে প্রসারিত শক্তিশালীকরণ যা ক্রমবর্ধমান কার্যকর মূল্যায়নের দিকে
-
ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করার জন্য অর্থ গ্রহণের ক্ষেত্রে কোন লিমিটেশন নেই। যে কোন পরিমাণ এর অর্থ গ্রহণ করে এই মাধ্যমে ট্রেড করা যায়। তবে অল্প ডিপোজিট গ্রহণ করে কাজ করলে খুব সহজেই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়.... ধন্যবাদ।
-
সাধারণত ফরেক্সে কম ডলার নিয়ে ট্রেড করলে খুব বেশি সময় লাগে না একাউন্ট শূন্য হতে। 50/100 ডলার দিয়ে শুরু করা গেলেও তা ঝুঁকি থেকে যায় । তাই নিশ্চিন্তে ফরেক্সে লং ট্রেড করে লাভ করতে হলে অবশ্যই অধিক পরিমাণে ডলার নিয়ে ট্রেড করা উচিৎ । কমপক্ষে 300/350 থাকলে ভালো হয় ।
-
আপনি যদি ডেমো অ্যাকাউন্ট এর সঠিক ব্যবহার শিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেমো অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স ৫০০ ডলারের বেশি নেয়া যাবে না । আপনি যখন ৫০০ ডলার দিয়ে ডেমো ট্রেডিং শিখবেন তখন আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এও ৫০০ ডলার বিনিয়োগ করেন তাহলে আপনার রিয়েল ট্রেডিং করতে অনেক সুবিধা হবে , তাই যতটা পারবেন ততঃ কম ব্যাল্যান্স নিয়ে ট্রেড করবেন ।
-
ডেমোতে সুনির্দিষ্ট ভাবে কত দিয়ে ট্রেড করলে ভাল হয় তার কোন আসলে সঠিক ভিত্তি নেই । আর ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার একমাত্র পথ যেহেতু হলো ডেমো ট্রেডিং প্রাকটিস করা তাই আমাদের প্রথমেই বেশি এমাউন্ট দিয়ে ট্রেড করা উচিত হবে না অর্থাৎ ১০০$ এর মধ্যে সিমাবদ্ধ থাকাই ভাল যদিও এই ডেমো ট্রেডিং প্রাকটিস করার জন্য ব্রোকার হাউস আমাদের আনলিমিটেড অর্থ দিয়ে থাকে কিন্তু আমাদের কম করে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হবে ।