Originally Posted by
Mamun13
প্রফিট উত্তোলনের সঠিক নিয়মগুলো না জানলে আমরা প্রফিট হাতে তো পাবোই না উল্টা এই কষ্টের ট্রেডিং একাউন্ট টি তারা বিভিন্ন অজুহাতে ব্লক করে দিবে৷তাহলে এখানে আমাদের প্রতি ইন্সটাফরেক্স ব্রোকারের ভূমিকা কী হচ্ছে-এখন বিষয়টা পরিষ্কার দেখা গেলো৷এই প্রফিট উত্তোলনের সময়ে একাউন্ট ব্লক করে দেওয়ার বিষয়টা সবারই জানা উচিত,দেখা উচিত এবং সকল সদস্যদের স্বার্থেই সকলেরই এই বিষয়ে আলোকপাত করা উচিত৷আমরা কী ব্রোকারের বলির পাঠা না কী কোনো গোলক ধাঁধাঁয় আটকে আছি৷প্রফিট তো আমাদের প্রত্যেকের নিজ নিজ কষ্টের ফসল৷তারা সেটা খেয়ে ফেলবে কেন ?? তবে ব্রোকার যদি আমাদের কে এই বিষয়ে পূর্বেই কোনো মেসেজ বা মেইল বা এলার্ট সিস্টেমে জানিয়ে দিত তা হলে আমরা সবাই এই সমস্যায় পড়তাম না,একাউন্টগুলো ব্লক হতো না৷100% নিশ্চিত যে এই বিষয়টা সম্পূর্ণই ব্রোকারের ইচ্ছামতো হয়ে থাকে-তাহলে আমাদের এতো কষ্টের কোনোও মূল্যই তারা পাত্তা দেয় না-যা খুবই দুঃজনক৷আমার তিন বছরের নিয়মিত ৪,৫০০ ডলারের 100% হক-হালাল-বৈধ একাউন্ট টি ব্লক করে দিয়ে আমার দীর্ঘ সাড়ে চার বছরের ঘনিষ্ঠ বন্ধু ইন্সটাফরেক্স চুপচাপ নিরব হয়ে গেল !!! আমি অধম আর কাকে বিশ্বাস করবো,কার উপর নির্ভর করবো,অবাক হলাম ব্রোকারেজেরই এত লোভ !! আমার কোনোও ত্রূটিও তারা কেউই জানালো না আজ অবধি৷