-
ফরেক্স ট্রেড করলেই যে লাভ হবে এমন কোন কথা নেই।তাতে ক্ষতিটাই বেশি হবে। অভিজ্ঞতার প্রেক্ষিতে দিনে 2/3 টি ট্রেডই যথেষ্ট। ফরেক্স মার্কেটে দিনে অসংখ্য ট্রেড এন্ট্রি করলেই যে অনেক লাভ হবে এমন কিন্তু না।ফরেক্স মার্কেট এনালাইসিস করা জানতে হবে।মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস হবে।যারা দক্ষ ট্রেডার তারা দিনে একটি মার্কেট ভাল না হলে কয়েক দিনে ট্রেড করেনা।দিনে একটি করে ট্রেড এন্ট্রি করে মুনাফা অর্জন করে থাকে।তাই সকলকে বলব না জেনে না বুঝে ট্রেড না করতে।মার্কেটের মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে অবশ্যই ভাল লাভ করা সম্ভব।
-
একজন ট্রেডার ফরেক্স মার্কেটে প্রতিদিন তার ইচ্ছা খুশিমতো চাইলে অসংখ্য ট্রেড ওপেন করতে পারবেন তবে তাই বলে এটি ভাবার কোন কারণ নেই যে বহুসংখ্যক ট্রেড করলেই অনেক বেশি প্রফিট করা সম্ভব। স্বল্পসংখ্যক ট্রেড করে ও খুব স্বল্প সময়ের ব্যবধানে অনেক ভাল প্রফিট লাভ করা সম্ভব এটি নির্ভর করছে একজন ট্রেডারের সফল ট্রেডিং জ্ঞান, দক্ষতা, এবং অভিজ্ঞতার উপর যা একজন ট্রেডার রিয়েল ট্রেডিংয়ে আসার পূর্বে অর্জন করা একান্ত জরুরি। পাশাপাশি চাহিদা পূর্ণ কারেন্সি পেয়ারে ট্রেড করাটাও খুব বেশি জরুরি যার ফলে খুব স্বল্পসংখ্যক ট্রেড করে ও বেশ ভাল প্রফিট অর্জন করা সম্ভব।
-
এটি পরিচালিত হবে মার্কেট মুভমেন্ট এর উপরে। কারন মার্কেটে সুজক এনে দিবে আপনাকে ট্রেড ওপেন করার। তাই এখানে সঠিক করে বলা যাবে না যে কতো ট্রেড দিনে ওপেন করতে হবে। তবে আমার মতে ডেইলি কেন্ডেল ফলো করে দিনে ১ টি থেকে ২ টি ট্রেড করে প্রফিট আনতে পারলে ভালো। কারন এতে করে রিস্ক কমে যাবে আর ভালো প্রফিট আসবে।
-
মার্কেট সব সময় ট্রেড করার উপযোগী থাকে না। ট্রেড করার পূর্বে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করে নেওয়াটা জরুরী। কারণ মার্কেট যখন তখন লস এ চলে যেতে পারে এর জন্য দেখা যাচ্ছে আপনাকে দীর্ঘ দিন লস পুষে রাখতে হতে পারে। এই অসুবিধা এড়ানোর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। আপনার এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন মার্কেট এর চেয়ে বেশি নিচে নামবে না তাহলে বাই এ ট্রেড ধরেন। আবার আপনার এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন মার্কেট এর চেয়ে আর বেশি উপরে উঠবে না তাহলে সেল এ ট্রেড ধরুন। তবে সতর্ক থাকতে হবে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী অতিরিক্ত লট নিয়ে যেন ট্রেড ধরা না হয়। সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী শতকরা ১০% থেকে ১৫% এর বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা উচিত নয়। দিনে কতগুলি ট্রেড ধরা যাবে এটা আসলে মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের অবস্থার উপর নির্ভর করে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ দিনে অনেক গুলো এন্ট্রি দিলেই যে ভালো লাভ করতে পারবেন এমন টা কিন্তু না।এখানে মার্কেট এনালাইসিস করে২-৩ টি ট্রেড ওপেন করতে পারেন।এতে যদি আপনার প্রতিদিন ৩০-৪০ পিপস ও লাভ হয় মাস শেষে দেখবেন আপনি ভাল লাভ করতে পারবেন।আর তাছাড়া মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে আপনার লস হবে।যারা দক্ষ ট্রেডার তারা দিনে একটি মার্কেট ভাল না হলে দুইদিন পরপর কিংবা ১ সপ্তাহ পর একটি করে ট্রেড এন্ট্রি করে মুনাফা অর্জন করে থাকে।তাই আমার মনে হয় বেশি ট্রেড না করে এনালাইসিস করে ট্রেড করা হবে সবচেয়ে ভালো কাজ। ধন্যবাদ
-
ব্যক্তিগতভাবে আমার কথা বলতে গেলে প্রতিদিন ১ টা অথবা ২ টা এর অতিরিক্ত ট্রেডে যাইনা, তবে আগে অনেক বেশি পরিমাণে ট্রেড করতাম এখন মার্কেটে ওতটা সময় দিতে পারিনা, শুধু সঠিক পজিশনের অপেক্ষায় প্রহর কাটে যে কখন একটা ভাল পজিশন পাবো। কিন্তু এই মার্কেটে যত বেশি ট্রেড করতে পারবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে, কেননা আপনি এখানে লাভ-লস যাই করেন না কেন প্রতিটি ট্রেড আপনাকে অনেক অভিজ্ঞতা প্রদান করবে এটাই হলো এই মার্কেটের একটা বৈশিষ্ট্য।
-
আপনি ফরেক্স এ একদিনে কতগুলো ট্রেড করলেন এটা প্রধান আলোচ্য বিষয় না,প্রধান আলোচ্য বিষয় হলো আপনার ট্রেড থেকে আপনি প্রফিট করতে পারলেন কি না, এবং যদি প্রফিট করে ও থাকেন তবে তার পরিমাণ কত। আর কোন ট্রেড থেকে প্রফিট করতে হলে সর্বপ্রথম ট্রেড করার পূর্বে খুব ভালো করে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয় সেই সাথে সাথে একটি খুব ভাল সেট আপ এর দরকার হয়।আর সেই উপযুক্ত সেটাপ টা কখনো কখনো এক দিনে পাওয়া সম্ভব নয় বরং 2, 3 দিন বা এক সপ্তাহ লেগে যায়।আর মূলত এসব কারণেই আমি প্রতিদিন ট্রেড করি না আমি সুযোগের অপেক্ষায় থাকি এবং যখন আমি মার্কেট কে ট্রেড এর উপযোগী মনে করি ঠিক তখনই ট্রেড ওপেন করি। আমি মূলত লং টাইম ট্রেডে আগ্রহী। তাছাড়া যারা এই সকল বিষয় গুলোকে বিবেচনা না করে ইচ্ছা খুশিমতো ট্রেড করে থাকে তাদের বেশিরভাগই লাভের পরিবর্তে লস করে থাকে। আমার মতে দৈনিক ট্রেড করার কথা চিন্তা না করে সুযোগের অপেক্ষা করা উচিত এবং উপযুক্ত সুযোগ বুঝেই ট্রেডিং করার মাধ্যমে লস এড়িয়ে প্রফিট করাই উত্তম।
-
প্রতিদিন গাদা গাদা ট্রেড ওপেন না করে। মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করে তারপর ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত । কেননা সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে বেশি পরিমাণে ট্রেড ওপেন করলে লাভ না হয়ে বরং লস এর সম্ভাবনা বেশি হয়ে থাকে। তাই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে দিনে 3 থেকে 4 টি ট্রেড ওপেন করাই উত্তম
-
দিনে কয়টা ট্রেড করি তা নির্দিষ্ট করে বলা যায় না। ফরেক্স মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আমি ট্রেড করে থাকি।ফরেক্স মার্কেটে দিনে অসংখ্য ট্রেড এন্ট্রি করলেই যে অনেক লাভ হবে এমন কিন্তু না।আপনাকে মার্কেট এনালাইসিস করা জানতে হবে।মার্কেট এনালাইসিস করে ১-২ টি ট্রেড করতে পারেন।এতে যদি আপনার ২০ পিপস ও লাভ হয় মাস শেষে দেখবেন আপনি ভাল লাভ করতে পারবেন।
আমি দিনে ১-২ টা ট্রেড করি।
-
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব,কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোও সুন্দর জীবন হতে পারে না।
ফরেক্স বিজনেস বড় মাকের্টে বিজনেস।এখানে টিকে থাকা বড় কথা।বেশী ট্রেড করা বড় কথা নয়।এই বিশাল বিজনেসে আমিও খুব ক্ষুদ্র সদস্য। দিনে অনেক বেশী ট্রেড করা যায়।তবে তা মানসম্পন্ন কিনা সেটা দেখতে হবে। মান সম্পন্ন না হলে প্রফিট হবেনা।
আমার মতে সারাদিনে অসংখ্যা ট্রেড না করে ভালমত এ্যানালিসিস করে ২ থেকে ৩টি ট্রেড করে প্রতি ট্রেডে ২০ পিপন্স লাভ করতে পারলেই মাসিক টার্গেট পূরন করা সম্ভব। এর বেশি অনাকাঙ্খিত এবং এ্যানালিসিস ছাড়া ট্রেড করলে লাভের চেয়ে লসের ভাগ বেশিই হয়। তবে যারা ফরেক্স এ অনেক অভিজ্ঞ তারা দিনে ১টি মার্কেট ভাল না থাকলে হয়ত ২দিন পর পর একটি করে ট্রেড করে অনেক মুনাফা অর্জন করে থাকে। তাই আমি ফোরামের সকল ভাইদের বলব মার্কেট সম্পর্কে ভালভাবে জেনেশুনে দিনে কয়েকটি ট্রেড করে কাঙ্খিত লাভ নিয়ে নেওয়াটা ভাল। ট্রেডিং সম্পর্কে আমি এক অভিজ্ঞ ট্রেডারকে বলতে শুনেছি যে, সারাদিনে ট্রেড না করাটা ট্রেডের একটি অংশ।বেশী ট্রেড করলে কিন্তু ভালো কোন প্রফিট পেলাম না তাতে কি কোন কাজ হলো।তারচেয়ে অল্প ট্রেড করে বুঝে,শুনে,বেশী করে এনালাইসিস করে।তাতে কাজে আসবে বলে আমি মনে করি