-
রোবট আমাদের অনেক সময়ই লাভ করিয়ে দেয় কিন্তু হঠাৎ হঠাৎ এক সময় দেখা যাবে যে এমন ভাবে মার্কেট ক্র্যাশ করেছে রোবটের কারণে আপনি বরফ লোকসানের সম্মুখীন হয়েছেন পরবর্তীতে আপনি এটা আর ঠেকাতে পারবেন না এবং যার কারণে আপনার নিজের প্রতি একটা খুব তৈরি হতে থাকবে এবং আপনি ট্রেনিং থেকে দূরে চলে যেতে থাকবেন দিনে দিনে। এবং আপনি ওদের মার্কেট এনালাইস না করে ট্রিট করেন এবং রোবটের সাহায্য নেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে আপনি রোবট থেসোবধান থাকবেন।কারন আপনাকে অনেকেই রোবটের লোভ দেখাবে , বলবে রোবট তোমাকে প্রফিট এনে দেবে ,সাবধান আপনি নিজের বুদ্ধিতে ফকির হবেন।করন ন্রোবট সব সময় সঠিক সিগন্যাল দেয় না, অনেক সময় ভুল সিগন্যাল দিয়ে থাকে।
অ
-
ফরেক্স মার্কেট এ রোবটের ব্যবসা একধরনের আই ওয়াস। আর সিগ্ন্যাল বিক্রি করেন যারা তারা নিজেরাই দেখবেন ভাল ট্রেড করতে পারেন না। আপনি মনে করুন যে, কেউ যদি ভাল ট্রেডার হয় তার কি এই সব সিগ্ন্যাল, রোবট এই সব বিক্রি করার সময় থাকে তার হাতে। তার তো মার্কেট নিয়ে এনালাইসিস করতে করতেই সময় চলে যায়। আসলে যদি কোন ভাল ট্রেডার হন তার কোন প্রকারের এদিক সেদিক তাকাতে হয় না, সে নিজেই তারজন্য যথেষ্ঠ আয় করতে পারেন। তাই আমাদের সবাই যারা নবাগত তারা এইসব স্ক্যামারদের হাত থেকে বাচতে হলে সঠিক জ্ঞান আহরন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে আয় কিন্ত এত সহজ নয়।
-
আমি পড়েছি শুরু থেকে এ পর্যন্ত কখনোই ফরেক্স রোবটের মাধ্যমে ট্র্রেড করা সাপোর্ট করতাম না এখনো করিনা। কারণ রোবটের মাধ্যমে আমরা ক্ষণস্থায়ী প্রফিট করলেও সেটা অভিজ্ঞতা ক্ষণস্থায়ী তাই দীর্ঘতায়ের অভিজ্ঞতা অর্জন করার জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই রোবটের মাধ্যমে ট্রেড এড়িয়ে চলতে হবে।
-
ফরেক্স মার্কেট এ রোবটের ব্যবসা একধরনের আই ওয়াস। আর সিগ্ন্যাল বিক্রি করেন যারা তারা নিজেরাই দেখবেন ভাল ট্রেড করতে পারেন না। আপনি মনে করুন যে, কেউ যদি ভাল ট্রেডার হয় তার কি এই সব সিগ্ন্যাল, রোবট এই সব বিক্রি করার সময় থাকে তার হাতে। তার তো মার্কেট নিয়ে এনালাইসিস করতে করতেই সময় চলে যায়। আসলে যদি কোন ভাল ট্রেডার হন তার কোন প্রকারের এদিক সেদিক তাকাতে হয় না, সে নিজেই তারজন্য যথেষ্ঠ আয় করতে পারেন। তাই আমাদের সবাই যারা নবাগত তারা এইসব স্ক্যামারদের হাত থেকে বাচতে হলে সঠিক জ্ঞান আহরন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে আয় কিন্ত এত সহজ নয়।