-
ফরেক্সে নিজেকে একজন আদর্শবান ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে মার্কেট এনালাইসিস এর বিকল্প নেই। যত বেশি মার্কেট নিয়ে গবেষনা করবেনন তত ভালো ট্রেডারে নিজেকে রুপান্তরিত করতে পারেবেন। কারন কোনো বিষয় নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা বা গবেষনা না করলে তার প্রকৃত অর্থ বের করা আনা সম্ভব হবে না। তাই নিজেকে আদর্শ ট্রেডার হিসেবে দেখতে হলে ভালো মার্কেট এনালাইসিস করতে হবে।
-
অর্থাত সেন্টিমেন্টাল এনলাইসিস যে, শুধু মার্কেট এর সেন্টিমেন্ট বুঝতে হবে তা নয় একজন ট্রেডারের নিজস্ব সেন্টিমেন্টটাও কাজ করতে হবে সঠিক ভাবে। ধরুন একজন ট্রেডার ব্যস্ত সময় পার করছেন বা অন্য কাজে ব্যস্ত এই সময়ে যদি ট্রেড করতে যান তাহলে তারজন্য অন্য যে কোন প্রকারের এনালাইসিস কাজ নাও করতে পারে কারন তার ব্রেইন সেই সময় তারাতারি ট্রেড নেওয়ার চেষ্টা করবে। তাহলে তার এই সময়ে ট্রেড করা থেকে বিরত থাকা উত্তম।