-
হ্য ভাই আপনি ভাল একটা জিনিস চিন্তা করেছেন। কিন্তু কথা হল এটা আপনি যদি আরেক জনকে বুঝাতে জান যে ফরেক্স কি তাহলে সে আপনাকে পাগল ছাগল ভাবতে পারে, আর নাহলে আপনাকে বলবে যে বাড়ি বেড়ি বেচে জেন টাকা দিতে নাহয়। কারন তারা এটা কে বাংলা ছবির শেয়ার বাজার মনে করবে। আর যদি এটা নিয়ে সরকার কিছু করে তাহলে মনে হয় কিছু হলে হতে পারে। এছারা এভাবে এটা সম্ভব না।
-
আসলে বাংলাদেসের প্রেক্ষাপটে ফরেক্স করা খুবই কঠিন । বাংলাদেশ ব্যাঙ্ক মাঝে মাঝে ফরেক্স না করার জন্য নোটিশ দিয়ে থাকে । কিন্তু আমি মনে করি কারিগরি শিক্ষা অর্জন করে জনগন যদি চেষ্টা করে তাহলে এটা সম্ভব কারন এখন প্রায় প্রত্তেক পরিবার এ ল্যাপটপ আছে আর ৩জি ইন্টারনেট এর ব্যাপক প্রসার ঘটছে ।
-
আজকের বাংলাদেশ আর তখনকার বাংলাদেশের মধ্যে অনেক অনেক পার্থক্য দেকতে পাই। আজকের এই প্রযুক্তির যুগে বেকার শব্দটাই যেন বেমানান। আজকাল যুবসমাজের দারা দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আজকাল মানুষ অনলাইনকে কাজে লাগিয়ে ঘরে বসে আয় করছে লক্ষ লক্ষ টাকা আর দেশ হচ্ছে বেকারমুক্ত। তাই বসে না থেকে ফরেক্স শিখুন ভবিষ্যতের জন্য।
-
আমাদের দেশে অনেক মানুষ উচ্চশিক্ষিত বেকার। তারা নিজের জজ্ঞতা অনুযায়ী কাজ করতে পারে না বা কাজ অয়ায় না। আমাদের এ বিরাট জনসংখ্যা চাইলে ফরেক্সে প্রশিক্ষন নিয়ে এ বাজাএ পেশাজীবী হিসাবে প্রবেশ করতে পারে। যেহেতু এটি অনলাইন নির্ভর ও বেশি বিনিয়োগ লাগেনা,আমাদের অনেকেই এটি করতে পারি। এখানে লাভের হার উচ্চ। আমাদের জনসংখ্যা এ সুযোগ নিতে পারে।
-
জনশক্তিতে পরিনত করতে ফরেক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বাংলাদেশের জনসংখ্যার তুলনায় বেকারের সংখ্যা বেশি । এ দেশের অনেক শিক্ষিত বেকার আছে তারা ফরেক্স ব্যবসা করে তাদের আত্তকর্মসংস্থান সৃষ্টি করতে পারে ।
-
বাংলাদেশে জনসংখ্যার পরিমান দিন দিন বেড়েই চলেছে এবং পাশাপাশি এই জনসংখ্যার মধ্যে বিপুল পরিমান বেকার লোকের সংখ্যাও রয়েছে। আমাদের সরকার যদি উদ্যোগ নিয়ে এই বেকারদের ফরেক্স ট্রেডিং করতে সহায়তা করে তাহলে এই বিপুল জনসংখ্যা জনশক্তিতে পরিণত হবে।
-
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার। এখানে ব্যবসা করে আপনি আপনার জিবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আমাদের দেশে জনসংখ্যার হার অনেক বেশী। সব বেকার মানুষ যদি এই ব্যবসা করেন তাহলে অবশ্যই জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করা সম্ভব হবে।
-
হ্যা বন্ধু আমাদের দেশের এই বিরাট জনসংখ্যাকে আয় মুখী জনশক্তিতে পরিনত করার ক্ষেত্তে ফরেক্স গুরুত্ব পুর্ন ভুমিকা রাথতে পারে কারন আমাদের দেশে কর্মের জায়গা বা কর্ম ক্ষেত্র কম এক্ষেত্রে আমরা যদি ফরেক্স শিখি তাহলে এটা আমাদের দেশের এই ব্যাপক বেকারত্ব রোধের এক গুরুত্ব পুর্ন উপায় হতে পারে। ধন্যবাদ।
-
অমি মনে করি জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে ফরেক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরেক্স ভালো ভাবে শিখলে শেয়ার বাজার সম্পর্কে ভালো তথ্য জানা যায়। চাকরি এর পাশাপাশি ফরেক্স করা যায়। ফরেক্স এর মাধমে প্রতি মাসে ভালো পরিমান অর্থ আয় করা সম্ভব । বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স পার্ট টাইম আয় এর ভালো মাধম !
-
আমার মতে বাংলাদেসের প্রেক্ষাপটে ফরেক্স করা খুবই কঠিন ,কারন আমাদের সরকার ও বাংলাদেশ ব্যাঙ্ক ফরেক্স করার জন্য কোন বৈধতা দেয় না । যদি করতে হয় তা একান্ত বাক্তিগত । আমি মনে করি যদি বেকার যুবক দেরকে ফরেক্স শিখানো যায় ও দক্ষ করে তোলা যায় তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এর জন্য চাই ভালো tranning center । এখন সবার বাড়িতে ইন্টারনেট আছে চাইলে ইন্টারনেট থেকে বিভিন্ন ফরেক্স ফোরাম, সাইট থেকে ফরেক্স শিখতে পারি