আসলে ফরেক্স থেকে প্রথম ৩ বছর কোন প্রকারের প্রফিট আশা করাই বোকামী। আর যদি কেউ লাগাতার ভাবে ৩ বছর লেগে থাকতে পারেন তাহলে তার কাঙ্খিত সাফল্য পাবেন। এখানে আসলে অনেকেই আসেন অনেক বেশী আশা নিয়ে এবং তারাই বেশী লস করেন এবং ট্রেডিং থেকে বের হয়ে যান। আশাহত হওয়ার কিছু নেই বুঝার দরকার আগে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং দক্ষতা আনতে হবে বিভিন্ন কায়দায় মার্কেট কে এনালাইসিস করার চেষ্টা করতে হবে।

