-
ভাই আমি তিন থেকে চারটি পেয়ারে ট্রেড করি তবে আমার পছন্দের কারেন্সি পেয়ার হলো jbp/usd এখানে আমি সর্বাধিক বেশি পরিমাণে ট্রেড করে থাকি। তবে আমার মতে একটা দুটা পেয়ার নিয়ে কাজ নিয়ে কাজ করাটাই সবথেকে বেশি ভাল। এখন আপনার সুবিধার্থে আপনার সিস্টেম যদি অন্যান্য পেয়াগুলোতেও কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি আরও অনেকগুলো পেয়ারেও ট্রেড করতে পারবেন।
-
আমার পছন্দের পেয়ার USDJPY. এই পেয়ারের মুৃভমেন্ট লক্ষ্য করছি অনেকদিন থেকে। মোটামোটি এই পেয়ারকে ঘিরে আমার ট্রেডিং সিস্টেম বিল্ডআপ করেছি। NY Season এ এই পেয়ারে ট্রেড করে থাকি আমি। এভারেজ ভালো প্রফিট থাকে আর স্প্রেড ও কম।
-
আমি তিনটি পেয়ার এ ট্রেড করতে বেশী পছন্দ করি । এক কথায় এই তিনটি পেয়ার ছাড়া আমার ট্রেডের সংখ্যা খুবই কম । মেজর পেয়ার তিনটি হল gbp-usd , gbp-jpy , usd-jpy । এই তিনটি মেজর পেয়ারের মার্কেট মুভমেন্ট অনেক ভাল যদিও একটু রিস্ক হয়ে যায় । কারণ এই পেয়ারগুলোর ট্রেন্ড লাইনগুলি অনেক দীর্ঘ হয় । কমপক্ষে ৫০০ পিপ্স পর্যন্ত মার্কেট প্রতিনিয়ত মুভ করতে পারি । কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতাম আর স্টপ লস ব্যবহার করতাম তাই খুব বড় লসের সম্মুখীন হতে হয় নি ।
-
কয়েকটি পেয়ারে আমি কাজ করি কারণ সেখানে কাজ করলে মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি থাকে কারণ আমি সেই পেঁয়ার সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করেছি। eur gbp usd এই সমস্ত পেয়ারগুলোতে কাজ করে আমার ভালো লাগে কারণ আমি এখান থেকে যেহেতু মুনাফা অর্জন করতে পারছি সাথে সাথে আরো দক্ষতা অর্জন করতে সক্ষম হচ্ছি।
-
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আমি gbpusd পেয়ারে ট্রেড করি।এই পেয়ারে ট্রেড করে খুব মজা পাই। কারন gbpusd পেয়ার অনেক বেশি মুভমেন্ট করে। আবার সিগ্নাল ব্যবহার করে স্কাল্পিং এর দ্বারা gbpusd তে ট্রেড করে খুব সহজে লাভও করতে পারি।তবে মাঝে মাঝে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে অন্যান্য পেয়ারে ট্রেড করে থাকি।
-
আমি ব্যক্তিগতভাবে ইউরও ইউএসডি পেয়ারে ট্রেড করে থাকি এবং মাঝে মাঝে জিবিপি ইউএসডি পেয়ারে ট্রেড করে থাকি কারণ আমার কাছে এই দুইটি পেয়ার সবথেকে সেভ মনে হয়। এখানে একটু বুঝে শুনে ট্রেড করলে সেভলী কোনো টেনশন ছাড়া ট্রেড করা যায় এছাড়াও আমি অন্যান্য পেয়ারে ট্রেড করি কিন্তু সেটা সংখ্যায় খুবই কম।
-
আমি শুধুমাত্র একটি পেয়ারে ট্রেড করি না, আমি কয়েকটি পেয়ারে ট্রেড করে থাকি সেগুলো হলো eurusd,gbpusd,usdcad, ইত্যাদি, কারণ এর প্রত্যেকটা পেয়ারে এই স্প্রেড মাত্র তিন থাকে, অর্থাৎ কোন ট্রেড ওপেন করলে তিন পিপস লসে ট্রেড ওপেন হয়, যেটা অন্যান্য পেয়ার এর ক্ষেত্রে 7, বা 10 পিপস হয়ে থাকে। তবে এদের মধ্যে euresd পেয়ারেই সব থেকে বেশি ট্রেডিং করে থাকি।কারন আমার ট্রেডিং নিয়ে অভিজ্ঞতা শুরু থেকেই এই পেয়ারে ট্রেডিং করে আসছি এজন্য এই পেয়ার সম্পর্কে আমার অভিজ্ঞতা পরিমাণও বেশি তাছাড়া এই পেয়ারে ট্রেডিং করতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার। ফরেক্স মার্কেটের খুঁটিনাটি অনেক বিষয় আমার অজানা। আমি এখন পর্যন্ত রিয়েল ট্রেডিং করিনি। বর্তমানে ডেমো ট্রেডিং প্র্যাকটিস করছি। ডেমোতে আমি সবথেকে বেশি ট্রেড করেছি ইউরো/ইউএসডি পেয়ারে। আমার এক সিনিয়র বড় ভাই বলেছেন এই কারেন্সি পেয়ারে ট্রেড করা নাকি অন্যান্য কারেন্সি পেয়ার গুলোর থেকে নিরাপদ বিশেষ করে নতুন ট্রেডার দের জন্য। ডেমো প্রাক্টিসে আমি এই কারেন্সি পেয়ারের মাধ্যমে ভাল প্রফিট অর্জন করতে পারছি। তাই ভবিষ্যতে যখন রিয়েল ট্রেডিং করব তখন এই কারেন্সি পেয়ারেই বেশিরভাগ ট্রেডিং করব। পাশাপাশি যখন অন্যান্য কারেন্সি পেয়ারে ভালো এন্ট্রি খুজে পাব তখন সেগুলোতেও ট্রেড করবো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বেশ কয়েকটি পেয়ার আছে। আমি ট্রেড করার জন্য কারেন্সি পেয়ার নিয়ে থাকি। কারেন্সি পেয়ারগুলির মধ্যে Eurusd, gbpusd, eurchf, usdcad এইগুলো সাধারণত নিয়ে থাকি। তবে এনালাইসিস অনুযায়ী যখন যে পেয়ার ট্রেড করার জন্য উপযোগী মনে করি তখন ওই পেয়ারে ট্রেড করি। এই পেয়ারগুলোর স্প্রেড অনেক কম। আমার যেহেতু ব্যালেন্স অনেক কম। তাই আমি মনে করি এই পেয়ারগুলি আমার জন্য পারফেক্ট।
-
মেজর কারেন্সি গুলো তে ট্রেড করলে আপনি এর সম্পর্কে নিউজগুলো সহজেই পেয়ে যাবেন যার ফলে মেজর ট্রেড গুলোতে ট্রেড করার জন্য সুবিধা হয়। আমি সাধারণত ইউর ইউএসডি এবং জিবিপিইউএসডি এই দুটো কারেন্সি পেয়ারে বেশি ট্রেড করে থাকি তবে এর বাইরে ও অনেক সময় ট্রেড করি যেমন ইউএসডি সি এইচ এফ,ইউএসডি সিএডি, জিবিপি সি এইচ এফতবে আপনি যে কারণে পেয়ারে ট্রেড করেন না কারো সেই কারেন্সি পেয়ার নিয়ে অনেক বেশি এনালাইসিস করে নেবেন।