আমার কাছে নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে । ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে । তবে এখানে আরো অনেক বেশি ইউজারের দরকার । তাই বলি সবাইকে যে বেশি বাংলা ফোরাম লেখার জন্য।
Printable View
আমার কাছে নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে । ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে । তবে এখানে আরো অনেক বেশি ইউজারের দরকার । তাই বলি সবাইকে যে বেশি বাংলা ফোরাম লেখার জন্য।
আসলে ইন্সটা ফরেক্স এশিয়ার সর্ব বৃহত একটি জনপ্রিয় ও বিশ্বস্থ ব্রোকার । এটি আমাদের জন্য অনেক অর্সুথাটযোগ সুবিধা দিয়ে থাকে । যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জন্য বাংলাতে ফোরাম এর ব্যাবস্থা করে দেয়া । আমি আগে ইংলিশ ফোরাম এ কাজ করতাম কিন্তু বনাস পেতাম না । সব গুলো পোস্ট এর জন্য বোনাস যোগ হত না । তখন আমি গুগল এ সার্চ দেয় ফরেক্স বাংলা ফোরাম লিখে আর আমি উপরে এই লিংক টি পাই । তার পর আমি রেজিস্ট্রেশন করে এই ফোরামে কাজ করি এবং এই ফোরাম থেকে ভালো বোনাস পাওয়া যায় এবং নিজের ভাষায় নিজের মতামত দিতে পারার ভালো লাগা টাই অন্য রকম । সত্যি আমিও খুব খুশি ।
বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফরেক্স বিষয়ক বাংলা ফোরামটি ইন্সটাফরেক্সের। বাংলাদেশে ইন্সটাফরেক্স সম্পূর্ন বাংলা ভাষায় এই ফোরামটি অনুমোদন করেছে।এজন্য বাংলাদেশের মানুষ নিজ মাতৃভাষার সাহায্যে ফরেক্স ফোরামে অংশগ্রহন করতে পারছে।নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা ইন্সটাফরেক্সের বিশাল বড় একটা ডেডিকেশন।
ইন্সটাফরেক্স আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্সের স্কুল এর সুযোগ করে দিয়েছে এখান থেকে আমরা ফরেক্স শিখতে পারছি এবং কি এখান থেকে বোনাস দিয়ে আমাদের ফরেক্স ট্রেড শেখার জন্য নার্সিং করছে ঠিক যেমন ছোট বেলাই বাবা-মা আমাদের হাত ধরে কিনডার গার্ডেনে নিয়ে যেতেন সত্যি কথা বলতে কি ইন্সটাফরেক্স নতুনদের জন্য শিক্ষক হিসেবে গাইড করছেন, ধন্যবাদ ইন্সটাফরেক্স।
আমি মূলত বাংলা ভাষাতে লিখতে পেরেই খুশি।Quote:
জানিনা এই পোস্ট এই সেকশনে কতটা মানানসই কিন্তু আমি সবাইকে জানাতে চাই আমি কতটা খুশি এই ফোরাম দেখে গত বছর শুধু মূল ফোরাম এবং ইন্ডিয়া পাকিস্তানি ফরেক্স ফোরামে ঘোরাফেরা করেছি নিজের দেশের ফোরাম দেখে খুবই অহংকার লাগছে... ধন্যবাদ ইন্সটাফরেক্সকে এই অহংকারের সুযোগ করে দেবার জন্যে...
ইন্সটাফরেক্স কে আমি ধন্যবাদ দিতে চাই কারন আমরা সবাই বাংলাদেশী আমাদের নিজের ভাসায় আমাদের কথা প্রকাশ করতে পারছি বাংলা ফোরাম এ । এই বাংলা ফোরাম এ ফরেক্স সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি । আমাদের কোন সমস্যা থাকলে তা আমরা বাংলাই প্রকাশ করতে পারছি । তাই ইন্সটাফরেক্সকে আবারো অনেক অনেক ধন্যবাদ দিতে চাই ।
ধন্যবাদ ইন্সটাফরেক্স বাংলা ভাষা ভাষী মানুষদের জন্য এই রকম একটা ফোরাম চালু করার জন্য। এবং ধন্যবাদ জা্নই ইন্সটাফরেক্সকে তাদের সুসংগঠিতো গ্রাহক সেবার জন্য।
বর্তমান বিশ্বে ফরেক্স একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে এবং পৃথিবীর অনেক মানুষ এই ব্যবাসাতে তাদের অর্থ বিনিয়োগ করছে তো বাংলাদেশও আমার মতে পিছিয়ে নেই এবং যেহেতু ফরেক্স সরাসরি করা যায় না তো তার জন্য আমাদের বিভিন্ন ব্রকার হাউজের মাধ্যমে ট্রেড করতে হয় তো বর্তমানে এশিয়ার সবচাইতে ভাল ব্রকার হাউজ হলো ইনিস্টাফরেক্স এবং এই ইনিস্টাফরেক্স বাংলাদেশকে ডেলিকেট করে।
আমার মতে ফরেক্স একটা ভাল ব্যবসা যে ব্যবসা আপনার ভাগ্য পালটে দিতে পারে। ইন্সটাফরেক্স থাকার কারনে বাংলাদেশের অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে অনেক মানুষ ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে বোনাস ডলার বানিয়ে তারা ইন্সটাফরেক্স এর মাধ্যমে ট্রেড করতে পারছে। তাই অনেক দারিদ্র পরিবারের ট্রেডার রা অনেক সহজ ভাবে বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারছে এবং বোনাস ট্রেড করে তারা লাভবান হয়ে পরে আসল ডলার টুকাচ্ছে।