-
অবশ্যই স্টপ লস ছাড়া আপনি ট্রেড করতে পারবেন। তবে আপনি যদি আপনার ট্রেডে স্টপ লস ব্যবহার না করেন সে ক্ষেত্রে ট্রেডিংয়ের ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে।আপনি যদি ট্রেডে স্টপ লস ব্যবহার না করেন তাহলে যদি কখনো মার্কেট আপনার ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে আপনার লস এর পরিমাণ বেড়ে যাবে। যেখানে আপনি স্টপ লস ব্যবহার করলে হয়তো অল্প পরিমাণ লসের হাত থেকে রক্ষা পেতেন সেখানে স্টপ লস ব্যবহার না করার কারণে আরও অধিক পরিমাণ লস এর সম্মুখীন হবেন। তাই লস কে নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখতে অবশ্যই ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন।
-
ফরেক্স বিজনেস একটি রিস্কি। এখানে টিকে থাকা কঠিন।আর ট্রেড করার সময় আপনি যদি স্টপ লস ব্যবহার করে তবে আপনার ট্রেডগুলো কম ঝুকিঁ থাকে।আপনার ট্রেডগুলো নিরাপদে থাকবে।আর যদি স্টপ লস ব্যবহার না করেন তবে লস হওয়ার সম্ভবনা থাকে।
-
স্টপ লস ব্যবহার করবেন কি করবেন না সেটি নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজি এবং আপনার মূলধন এর উপর । স্টপলস সেট করা ছাড়া ট্রেড করলে তার পরিনতি অনেক ভয়াবহ হতে পারে যদি আপনি অল্প মূলধন নিয়ে ট্রেড করেন। কারন স্টপ লস সেট করা না হলে ট্রেড লস খেতে খেতে অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ট্রেডার স্টপ লস সেট করে ট্রেডিং করে থাকে। তবে অনেক ট্রেডার আছে যারা স্টপ লস সেট করে ট্রেড করে না। এর কারন হল তাদের বিশ্বাস যে মার্কেট যতই নীচে নামুক মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং তার ট্রেডটি লস থেকে লাভে পরিনত করতে পারবেন। সে যদি স্টপ লস সেট করত তাহলে তার অর্ডারটি কখনো লাভে পরিণত হত না। তবে এমন টি করে থাকে যারা অনেক মূলধন নিয়ে ট্রেড করে। এই ক্ষেত্রে ট্রেড স্টপ আউট খাওয়ার সম্ভাবনা থাকে না।
-
হ্যাঁ কোন সমস্যা নেই, স্টপ লস না দিয়েও আপনি ট্রেড করতে পারবেন। তবে স্টপ লস ব্যবহার করাই সবচেয়ে ভাল হবে। কারন মার্কেটের মুভমেন্টের কথা সঠিকভাবে অনুমান করা যায় না যে, এই মার্কেটে কখন কি হয়। সেজন্যই বেশিরভাগ প্রফেশনাল ট্রেডারগণ তারাও নিজের ব্যালেন্সের নিরাপত্তার জন্য স্টপ লস ব্যবহার করে থাকেন।
-
স্টপ লস ইউজ না জরে অবশ্যই ট্রেড করা যাবে,কিন্তু এটি ইউজ না করলে আপনি বড় ধরনের লস এর স্বীকার হবেন,আমি স্টপ লস ইউজ না করে এই মাস এ ৩০০ ডলার লস করেছি,স্টপ লস আমাদের পরম বন্ধু,আমাদের প্রতেক এর উচিত স্টপ লস ইউজ করা।
-
আপনি স্টপ লস ব্যবহার না করেও ট্রেড করতে পারবেন, যদি আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারণা থাকে, অর্থাৎ আপনি যে কারেন্সিতে ট্রেড ওপেন করছেন বিগত কয়েক বছরে সেটি কি পরিমান ওঠানামা করেছে সে বিষয়ে ধারণা নিয়ে সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করতে পারেন। এবং আপনার একাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে স্টপ লস ব্যবহার না করেও ট্রেড করে প্রফিট করা সম্ভব। তবে যদি আপনি ফরেক্স এর নতুন হয়ে থাকেন এবং আপনার একাউন্টে ব্যালেন্সের ব্যালেন্সের পরিমাণ যথেষ্ট না হয় সে ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করাই উত্তম। এতে করে আপনি বড় ধরণের ঝুঁকির হাত থেকে রক্ষা পাবেন অর্থাৎ আপনার ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমার মতে প্রথম অবস্থায় খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে স্টপ লস ব্যবহার করে ট্রেড করুন পাশাপাশি আপনার ব্যালেন্সের পরিমাণ এবং দক্ষতা বাড়িয়ে তুলুন তবেই আপনি স্টপ লস ব্যবহার না করেও ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স বিজিনেস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস,প্রতেক ট্রেডার এর উচিৎ এন্ট্রি নেওয়ার সাথে সাথে নির্দিষ্ট লেভেল এ স্টপ লস সেট করা,স্টপ লস ছাড়া ফরেক্স ট্রেড করলে ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভবনা থাকে,তাই প্রতেক ট্রেডার এর উচিত স্টপ লস ইউজ করে ট্রেড করা।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টপ লস ব্যবহার। কারণ এই পদ্ধতিটি ব্যবহার না করলে আপনি হয়তো বেশির ভাগ সময় লস করবে বলে আমার বিশ্বাস। কারণ আমি এভাবে স্টপ লস ছাড়া ট্রেড করে আমার মূলধন অনেক লস করেছি। বর্তমানে আমি এখন প্রত্যেক ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেডিং কৌশল পরিচালনা করছি। এছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করেও দক্ষতার সহিত ট্রেডিং কৌশল পরিচালনা করে বেশ ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম হয়েছি।
-
স্টপলস এই ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। তবে হ্যা আপনি এই ব্যবসায় স্টপলস ছাড়াও ট্রেড করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ঝুকির পরিমাণটা অনেক হয়ে যাবে। এই ব্যবসায় সাধারণ স্টপলস ব্যবহার করা হয় ঝুকি হ্রাস করার জন্য। কারণ এই ব্যবসা খুবই ঝুকিপূর্ণ ব্যবসা। আপনি যদি আপনার ট্রেডিং এর সময় ঝুকি হ্রাস না করে ট্রেড করে থাকেন তাহলে আপনি কখনই বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না।
-
আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে স্টপ লস ব্যবহার করেই ট্রেড করতে হবে।কেননা ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত আপকামিং নিউজ গুলো আসতে থাকে এবং কোন নিউজ গুলো কখন আপনার বিপক্ষে যাবে তা যাচাই করার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনার অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত।তা না হলে আপনি দেখবেন যে হয়তো সামান্য কিছু লাভ আসবে কিন্তু ক্ষতির পরিমাণটাই বেশি হবে। কাজেই বিশেষ করে নিউজ প্রকাশিত হওয়ার সময় স্টপ লস ব্যবহার করা উচিত।আপনি যদি স্টপ লস ব্যবহার না করেই রাতে ঘুমাতে যান সকালে উঠে দেখবেন যে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে। এক্ষেত্রে নতুনদের জন্য স্টপ লস ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যারা অভিজ্ঞ ট্রেডার তারা না করলেও করতে পারে।