ফরেক্স বিজিনেস এর সবচেয়ে গুরুত্বপূর্ন টুলস হয়ছে স্টপ লস,এই স্টপ লস অনেক এ তাদের এন্ট্রি সাথে ইউজ করেনা বলে এই বিজিনেস হতে ব্যালেন্স শুন্য করেছে,আপনি ফরেক্স মার্কেট এর মুভমেন্ট কখন কি হবে বুঝতে পারবেন না তাই স্টপ লস এন্ট্রি এর সাথে নেওয়া উচিৎ।
Printable View
ফরেক্স বিজিনেস এর সবচেয়ে গুরুত্বপূর্ন টুলস হয়ছে স্টপ লস,এই স্টপ লস অনেক এ তাদের এন্ট্রি সাথে ইউজ করেনা বলে এই বিজিনেস হতে ব্যালেন্স শুন্য করেছে,আপনি ফরেক্স মার্কেট এর মুভমেন্ট কখন কি হবে বুঝতে পারবেন না তাই স্টপ লস এন্ট্রি এর সাথে নেওয়া উচিৎ।
স্টপলস ব্যবহার না করে অনেক অনেক একাউন্ট জিরো করেছি। পরে যখন শোধরালাম নিজেকে তখন আরেক রোগ ধরে বসল। রোগটা হলো স্টপলস দিতাম কিন্তু ট্রেড লসে গেলে লসের সাথে সাথে স্টপ লসও মুভ করতাম। তখন দেখা যেত এভাবে মুভ করতে করতে অনেক বেশি লস হয়ে যাচ্ছে। পরে বুঝলাম এটা আমার নতুন রোগ। পরে দেয়ালে টেবিলের সামনে এই দুটো রোগ বড় করে লিখে রাখলাম মেডিসিন হিসেবে। সে যদি স্টপ লস সেট করত তাহলে তার অর্ডারটি কখনো লাভে পরিণত হত না। তবে এমন টি করে থাকে যারা অনেক মূলধন নিয়ে ট্রেড করে। এই ক্ষেত্রে ট্রেড স্টপ আউট খাওয়ার সম্ভাবনা থাকে না।
স্টপ লস ব্যবহার না করার কারণে আমার যে ক্ষতি হয়েছে তা আমি কখনো ভুলার মত নয়। স্টপ লস সেট না করার কারণে আমি আমার অনেক বড় ধরনের মূলধন হারিয়েছিলাম। আমাদের মার্কেট নির্ধারণ বা মার্কেট সম্পর্কে এনালাইসিস অনেক সময় সঠিক সিদ্ধান্ত হয়নি যার ফলে আমাদের ব্যালেন্স অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে। আর এ ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ব্যালেন্স টিকিয়ে রাখার জন্য আমরা স্টপ লস ব্যবহার করে থাকি। স্টপ লস ব্যবহার করার মাধ্যমে আমরা বড় ধরনের আর্থিক থেকে রক্ষা পেতে পারি। তাই সকলে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করা উত্তম মনে করি।
সঠিকভাবে স্টপ লস ব্যবহার না করা,আর নিজের হাতে নিজের একাউন্টকে হত্যা করা, দুটোই সমান কথা। কেননা একজন ট্রেডারের পক্ষে কখনোই সবসময় মার্কেটে খেয়াল রাখা, মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব নয়। সেই সাথে মার্কেট আপন গতিতে বহমান।তাই মার্কেট যদি ট্রেন্ড পরিবর্তন করে, মার্কেট যদি আপনার বিপরীতে যায়,তখন শুধুই লসের পরিমাণ বাড়তে থাকবে।লস বাড়তে বাড়তে, একসময় অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে, একাউন্ট জিরো হয়েও যেতে পারে। কিন্তু আপনি যদি সঠিকভাবে স্টপ লস ব্যবহার করতে পারেন,তাহলে লসের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। একাউন্ট নিরাপদে থাকবে। জিরো হওয়ার হাত থেকে বেঁচে যাবে।আর একাউন্ট থাকলে, মার্কেটে টিকে থাকতে পারলে, সফলতা একদিন আসবেই।তাই টেক প্রফিট ব্যবহার করুন, আর নাই করুন, কিন্তু অবশ্যই সঠিক ভাবে স্টপ লস ব্যবহার করতে ভুলবেন না।
আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স জিরো করেছি ততোবারই এর মূলে ছিল স্টপ লস ব্যবহার না করা। আপনার মতোই স্টপ লস ছাড়া ট্রেড ওপেন করার পরে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যেতে থাকে। তখন অপেক্ষা করতে থাকি মার্কেট ব্যাক করার জন্য। কিন্তু মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে এবং এক সময় ব্যালেন্স জিরো হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। এরকমটা আমার সাথে একবার দুবার নয় কয়েকবার ঘটেছে। তবে আমি এর মাধ্যমে শিক্ষা পেয়েছি চরমভাবে যেটা আমাকে এরপর থেকে স্টপ লস ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। সেই থেকে আমি স্টপ লস দিয়ে ট্রেড করি। দেখা যায় লস হলেও সেটা খুব সামান্য পরিমাণে হয় যেটা পরবর্তীতে রিকভার করা সম্ভব। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস দিয়ে ট্রেড ওপেন করা উচিত। *তাতে করে আপনার কিছুটা লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সুযোগ নেই। আর ব্যালেন্স সুরক্ষিত থাকলে আপনি পরবর্তীতে ট্রেড করে ছোটখাটো লস রিকভার করতে পারবেন। কিন্তু ব্যালেন্স জিরো করে ফেললে আর রিকভার করার সুযোগ হারাবেন।