অবশ্যই ফরেক্স মার্কেটে লোভ প্রথম ও প্রধান শত্রু।আপনি যখন রিক্স বা মানিমেনেজমেন্ট না করে ট্রেড করেন।তখন বুঝবেন লোভে পড়ে অতিরিক্ত লাভের আশায় বড় লটে ট্রেড ওপেন করছেন।ফলে আপনি একাউন্টে বেশ কিছু ডলার লস হয়।আর এই লস রিকভারির করার জন্যই ওভার ট্রেড করে একাউন্ট্ জিরো করে ফেলেন।আর আপনি যদি লোভ না করে স্বাভাবিক ভাবে ট্রেড পরিচালোনা করতেন তাহলে একাউন্ট্ ঠিক থাকতো।