আমি ফরেক্স যুদ্ধে নেমেছিলাম ২০১৪ ফেব্রুয়ারিতে।। তারিখ টা সঠিক মনে নাই। সময়টা ছিলো অত্যান্ত কঠিন। নিজের যেমন টাকার অভাব ছিলো তেমন আয়ের কোন রাস্তা ছিলো না। যা সামান্য আয় করতাম তা দিয়ে এই আদম সন্তানের পেট কোন রকম চলে যেতো। ফেইসবুকে শুনেছিলাম যে অনলাইনে টাকা আয় করা যায়।।আর আমাকে ফিরায় কে!!🤗 আমি তো কিছু টাকা যোগাড় করে কিনলাম এন্ড্রয়েড মোবাইল। কিন্তু আয় কিভাবে হবে তা আর বুঝে উঠতে পারতেছিলাম না। হঠাৎ একদিন দেখি ফেইসবুক এ একটা লিংক, যেখানে লেখা ছিলো "ফরেক্স থেকে আয় করুন ঘরে বসেই" এইবার গুগলে সার্চ করা শুরু "ফরেক্স কি?" কিভাবে আয় হবে ইত্যাদি ইত্যাদি। আমার এলাকার একজন ছিলো সে চাপা মারতেছিলো আমি ইন্টারনেটে অনেক কাজ জানি! আমি তাকে জিগাইলাম ফরেক্স এর কাজ জানেন? সে বললো হু..হ্যা...পারি তো।।আমি বললাম ভাই আমাকে দয়া করে একটু আইডিয়া দিন।। সে বললো এখন বিজি পরে শিখাবে।।এইভাবে ১৫ দিন কেটে গেলো।।(সে নিজেই এই বিষয় জানে না তো আমাকে কি শিখাবে,,,, আপনাদের দোয়ায় সে আমার ছাত্র এখন)। আমি এইবার সার্চ করলাম ফরেক্স করতে কি কি লাগে! পেয়ে গেলাম mt4 এর সন্ধান। সব কিছুই নিজে থেকে বুঝতে শুরু করলাম। এন্ট্রি ওপেন, ক্লোজ, ইত্যাদি।।ডেমো চালালাম ১০/১২ দিন। এইবার একটা pdf পেলাম।।যেখানে লেখা ছিলো একটা ব্রকারের নাম। সেখানে লাইভ একাউন্ট খুললাম। ডিপোজিট কেমনে করে তা বুঝি না। কল দিলাম ব্রকারের অফিসে।।তারা বললো কোন ম্যাথুড ইউজ করবেন? লে হালুয়া,,,আমি বললাম টাকা বিকাসে পাঠিয়ে দি আপনি আমাকে ডিপোজিট করে দিন।।তখনও বুঝি না ডিপোজিট কেমনে করে।।যাই হোক ওই ব্রকারে আর ডিপোজিট করা হইলো না। এইবার এক ভাইকে পেলাম ঢাকাতে তিনি আমাকে হেল্প করলেন।৷ লোকাল একটা ব্রকারে একাউন্ট খুলে দিলেন। ৩০$ ডিপোজিট করে দিলেন। এবং তার মাধ্যমে ফরেক্স কি এটস বোঝা শুরু করলাম ফরেক্স এর খুটি নাটি।।