Originally Posted by
alamsat
ফোরামে যারা অনেক তথ্যবহুল পোষ্ট করত তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হল মামুন ভাই, খালেদ ভাই, হাসেম ভাই, এ ছাড়া আরও অনেক অভিজ্ঞ ট্রেডার আর ফোরামে লেখালেখি করছে না। অনেকদিন হল মামুন ভাই আর ফোরামে আসে না, খালেদ ভাই আসে কিন্তু মাঝে মধ্যে, হাসেম ভাই ও আর তেমন ফোরামে আসে না। তাই ফোরামে আর লিখতেও ভাল লাগে না। কারন তথ্য বহুল পোষ্ট না পেলে লিখতে এবং পোষ্টগুলি পড়তে ভাল লাগে না। তাই আপনারা যে কেন নিয়মিত ফোরামে আসছেন না বুঝতে পারছি না। আপনাদের সকলের প্রতি আমার আবেদন আসুন আবার আমরা সবাই মিলে ফোরামে তথ্যবহুল পোষ্ট করি এবং সকলকে অভিজ্ঞ ট্রেডার হতে সাহায্য করি।