Originally Posted by
majeed
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘণ্টাই খোলা থাকে তার মানে এই নয় যে আপনাকে প্রতি ঘন্টায় ট্রেড করতে হবে। প্রতিটি জিনিসেরই একটি সঠিক সময় থাকে আর তা যদি আমরা না মানি তাহলে বিপদের সম্মুখিন হতে আমাদের কেউ বাচাতে পারবে না। তাই আমাদের বুঝতে হবে মার্কেটের প্রবণতা কি সংশোধনী (Corrective) নাকি আবেগপ্রবণ (Trendy). যদি মার্কেট সংশোধনী হয় তবে আমাদের উচিৎ সেই সংশোধনী রেঞ্জ ব্রেকআউটের জন্যে কিছু সময় অপেক্ষা করা এবং যখন মার্কেট আবার আবেগপ্রবন হবে তখন কিছুটা প্রত্যনুসরন (Retracement) এর পর ট্রেড নেওয়ার চেষ্টা করা।