ফরেক্স মার্কেট এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুবই প্রয়োজনীয় একটা বিষয়।আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স না বুঝলে ফরেক্স এ ট্রেড করে লাভ করতে পারবেন না।সাপোর্ট হল এমন একটি লেভেল যেখানে কারেন্সি পেয়ার বা শেয়ারের চাহিদা যথেষ্ঠ শক্তিশালী থাকে যা উক্ত কারেন্সি পেয়ার বা শেয়ারের দামের পতন বন্ধ করে।অর্থাৎ মার্কেট এ বাইয়ারের সংখ্যা বেশি হওয়ায় কারেন্সি পেয়ার বা শেয়ারের মূল্য সাপোর্ট লেভেলের নিচে নামতে পারেনা।