-
কোন কাজ বুঝে শুনে স্থির ভাবে করলে এবং তা যদি সঠিক হয় তার মূল্য অবশ্যই আছে। পোস্ট করলে পোস্টটি যদি অবশ্যই সে সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে তাহলে লাইক এর সংখ্যা বেশি হয়। উপযুক্ত তথ্য এবং যুক্তিযুক্ত কারণ গুলো উপস্থাপন করলে সেটি সবাই লাইক দেয় এবং তাতে মানুষের উপকার হয়। আর যদি কেউ অন্যথায় আজেবাজে কোন কিছু লেখে বা না বুঝে লেখে সে ক্ষেত্রে তার লাইক এর সংখ্যা হবে না বললেই চলে।
-
আপনার এই মতামতের সাথে আমিও একমত পোষণ করছি ,কারণ আমি নিজেও লক্ষ করে দেখেছি যে আমি যখন নতুন কোন পোস্ট করি তখন আমার লাইক এর সংখ্যা কমে যায়। তবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে মোট লাইকের পরিমাণটা শতকরা (পার্সেন্ট)আকারে দেখায়, তাই আমার মনে হয় যে এই লাইক এর পরিমাণ টা সর্বমোট পোস্ট এর উপরে হয়ে থাকে,আমরা যখন নতুন কোন পোস্ট করি অর্থাৎ আমাদের পোষ্টের সংখ্যা বেড়ে যায় কিন্তু তাৎক্ষণিকভাবে কোন লাইক এর সংখ্যা না বাড়ায় এটা কমে যায়। কিন্তু পরবর্তীতে যখন অন্য কেউ আমার নতুন করা কোন পোস্ট বা পুরাতন কোন পোস্টে লাইক দেয় তখন আবার লাইক এর পরিমাণ বেড়ে যায়। তাই আমি বলব যে আমরা নতুন করে পোস্ট করলে তাৎক্ষণিকভাবে লাইক এর সংখ্যা কমে যায়।