আমি আমার এক ছোট ভাই এর মাধ্যমে ফরেক্স * এ আসি । সে আমাকে এই বিষয় খবর দেয় পরে আমি বুক এবং ফোরাম ও বড় ভাই দের সাহায্য নিয়ে কাজ শুরু করি ।
Printable View
আমি আমার এক ছোট ভাই এর মাধ্যমে ফরেক্স * এ আসি । সে আমাকে এই বিষয় খবর দেয় পরে আমি বুক এবং ফোরাম ও বড় ভাই দের সাহায্য নিয়ে কাজ শুরু করি ।
আমি সর্বপ্রথম ফরেক্স এর একটি এড ফেইবুকে দেখতে পাই। তারপর থেকে আমার ফরেক্স সর্ম্পকে জানার ইচ্ছা হলো। আমি ইন্টারনেটে সার্চ দিয়ে অনেক কিছু জানতে পারি।
আমি সর্ব প্রথম সিরাজ ভাই কে ধন্যবাদ জানাই কারন তিনিই আমাকে প্রথম ফরেক্স এর জ্ঞান প্রদান করেন এবং আমি যা শিখছি তা তার মাধ্যমেই। ধন্যবাদ আপনাকে
আমি ফরেক্স জগতে প্রবেশ করেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। সম্পর্কে সে আমার দু:সম্পর্কের ফুফাতো ভাই।আবার আমার বড় ভাইয়ের খুব ক্লোজ বন্ধুও বটে।ঐবড় ভাইটি ইন্টারনেটে ব্যবসা করে তাই জানতাম।মূলত সে আমাকে ফরেক্স করতে যা যা করতে হয়েছে সবই হাতে নাতে করে দিয়েছে।এখনও তার কাছ থেকে অনেক কিছুই শিখতে চেষ্টা করি।
ফরেক্সে আসার অনেক আগে থেকে আমি অনলাইনে কাজ করতাম , অনলাইনে কাজ করতে আমি সচ্ছন্দ বোধ করি । ফরেক্স সম্পর্কে আমার পরিচিত এক ভাইয়ের কাছে জানতে পারি । তার কাছেই আমি সহ আমার আরও দুই বন্ধুর হাতে খড়ি । সেখানে ভাইয়ার নির্দেশ মত ফরেক্স নিয়ে পরা শোনা করি , তারপর ডেমো অ্যাকাউন্ট খুলে অনুশীলন করতে থাকি । একটা সময় পর নিজের অ্যাকাউন্ট থেকে ট্রেড করা শুরু করি এবং আজ আমি সফল । ভাইয়া এখনও কোথাও সমস্যা হলে দেখিয়ে দেন ।
আমি ফরেক্সে আমার প্রিয় সারের মাধ্যমে আসছি। আমি যখন আয়ের সোর্স খুজছিলাম তখন আমার সার নিজে আমাকে ফরেক্স ট্রেডিং শেখালেন। সুতরাং আমি আমার প্রাণ প্রিয় সারের হাত ধরে ফরেক্স এ আসছি। ধন্যবাদ
আমি প্রথমে এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স এর সম্বন্ধে জানতে পারি। উনার কাছ থেকে জানার পর উনার কিছু সাহায্য নিয়ে ফরেক্স মার্কেট সম্পরকে জানতে চেষ্টা করলাম। দেখে বুঝলাম মার্কেট সম্পরকে জেনে টাকা আয় করতে হলে অনেক কিছু জানতে হবে। তারপর ডেমো তে আকাউন্ত করে ত্রাদ প্রাকটিস করতে থাকলাম আরে ফ্রেক্স সম্পরকে পরাশুনা করে অনেক কিছ শিখলাম যা এখন ও চলছে । এখন নিজেকে তৈরি করছি ত্রাদ করার জন্ন।
আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্সে আসছি। আমার ভাই অনেক যত্ন সহকারে আমাকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছেন। আমি এখন মার্কেট এনালাইসিস করতে সক্ষম, মানি ম্যানেজমেন্ট সহ নিউজ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে। ধন্যবাদ
ফরেক্স ব্যবসায় আমি আমার এক বড় ভাই এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং ফরেক্স করার জন্য তার কাছ থেকে ফরেক্স এর বিষয় সম্পর্কে বিস্তারিত জানি এর পর থেকে আমি প্রথম ফরেক্স আশি ।
আমি সর্বপ্রথম আমার বড় ভাইয়ের কাছে বসে বসে ট্রেড করা দেখতাম। তখন আমি কোন একদিন ভাইয়াকে বললাম আমি ফরেক্স ট্রেডিং শিখবো। তখন থেকেই আমাকে খুব যত্ন সহকারে ট্রেডিং শেখাল। এবং তার ৩-৪ দিন পরে আমি ডেমোতে ট্রেডিং করতাম। ধন্যবাদ