-
ফরেক্স নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা রয়েছে।ফরেক্স বিষয়ে এক একজনের এক একরকম ধারণা থাকে ফরেক্স শুরু করার আগে।কিন্তু যখন ই ফরেক্স মার্কেট এ আসে আস্তে আস্তে তাদের ধ্যান-ধারণার পরিবর্তন শুরু হয়।অনেকেই ভেবে থাকে ফরেক্স থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবে।কিন্তু এক বছর ফরেক্স এ যারা ট্রেডিং করে এর ফলাফল তারা সাথে আরো অভিজ্ঞ যারা আছে তারা জানে।অনেকেই ফরেক্স কে জুয়া মনে করে।এইজন্য ফরেক্স এ এসেই কিছু না জেনে না শিখেই ট্রেডিং শুরু করে দেয়।ফলাফল মুলধন হারিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে আসে।এছাড়া অনেকেই রোবট কিনে ট্রেডিং রোবটের উপর ছেড়ে দেয়।ফরেক্স মার্কেটটা আসলে এমন নয় এসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে।আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন ফরেক্সেও অনেক বেশি লাভ করা যায়।ফনেক্সের সম্পূর্ণ ট্রেডিং আগে শিখতে হবে,মার্কেট এনালাইসিস করা শিখতে হবে,মানি ম্যানেজমেন্ট মেনে আপকামিং নিউজ দেখে ট্রেডিং করুন লাভ করতে পারবেন খুব ভালভাবে।
-
এখনও পর্যন্ত ট্রেড করতে তাদের কাছে আপনার কথাগুলি খুবই পরিচিত কারন দেখা যাই যারা ১ বছর বা এর বেশি সময় দিয়ে ট্রেড করছে তারা জানে রাতারাতি ট্রেড করে কটিপতি হওয়া যাই কিনা। কিন্তু যারা নতুন ট্রেডার নতুন করে ট্রেড করতে শুরু করছে তাদের জন্য আপনার কথাগুলি খুবই জরুরী। কারন তারা ট্রেড জগৎ সম্পর্কে জানে না। তাই তো অনেক অনেক ইনভেষ্ট করে সব লস করে ফেলে বা বেশি লাভের আশায় বেশি বেশি ইনভেষ্ট করে বড় বড় লটে ট্রেড করে দ্রুত বেশি আয়ের চেষ্ট করে থাকে কিন্তু ফলে তো কিছুই করতে পারে না। তাই তারা ফরেক্স মার্কেটে কাজ শুরু করেই কোন প্রকার অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই লসে পড়ে যায় । ফরেক্স মার্কেটে আপনাকে সফল হতে হলে এ সকল ভ্রান্ত ধারণা থেকে নিজেকে দূরে রেখে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে সফল হতে হবে।
-
ফরেক্স নিয়ে আমাদের অনেকেরই এখনো এই ভ্রান্ত ধারণা টা আছে।ফরেক্স নিয়ে যারা এখনও পর্যন্ত ট্রেড করতে তাদের কাছে আপনার কথাগুলি খুবই পরিচিত কারন দেখা যাই যারা ১ বছর বা এর বেশি সময় দিয়ে ট্রেড করছে তারা জানে রাতারাতি ট্রেড করে কটিপতি হওয়া যাই কিনা। কিন্তু যারা নতুন ট্রেডার নতুন করে ট্রেড করতে শুরু করছে তাদের জন্য আপনার কথাগুলি খুবই জরুরী। কারন তারা ট্রেড জগৎ সম্পর্কে জানে না। তাই তো অনেক অনেক ইনভেষ্ট করে সব লস করে ফেলে বা বেশি লাভের আশায় বেশি বেশি ইনভেষ্ট করে বড় বড় লটে ট্রেড করে দ্রুত বেশি আয়ের চেষ্ট করে থাকে কিন্তু ফলে তো কিছুই করতে পারে না। সব লস করে ধীরে ধীরে জানতে থাকে আসলে ফরেক্স একদিন শিখে ফেলা বা একদিনে কোটিপতি হওয়া যাই না।
সবশেষে বলব আমাদের এই ভ্রান্ত ধারণা গুলো পরিবর্তন করতে হবে এবং ফরেক্স সম্পর্কে সঠিক তথ্য গুলো জানা উচিত।
-
আসলেই ভাইয়া ফরেক্স ট্রেডিং বা ফরেক্স মার্কেট, আলাদীনের চেরাগ নয় যে,আপনি বলার সাথে সাথেই কোটিপতি হয়ে গেলেন।বাকি ব্যবসা গুলোর মতোই,এটিও একটি ব্যবসা।এটি টাকা কামানোর কোনো মেশিন নয়।এখানেও আপনাকে সফলতা পেতে কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে, ধৈর্য ধারণ করে সেই জ্ঞানের উপযুক্ত প্রয়োগ করতে হবে।ব্যবসাতে যেমন অভিজ্ঞ ব্যবসায়ীদের সফলতা বেশি, তেমনি এখানে ও।আপনি ফরেক্স সম্পর্কে যত বেশি জানবেন, তত সঠিকভাবে ট্রেডিং করতে পারবেন।আর আপনার প্রতিটি সঠিক সিদ্ধান্ত সমুহ, আপনাকে সফলতার দিকে ধাবিত করবে।তাই ভ্রান্ত ধারণা গুলো ঝেরে ফেলে এখন থেকেই ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন। কেননা কালকের দিনগুলো শুধুই আপনার।
-
আপনার প্রতিটি পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে এমন অনেক ট্রেডার রয়েছেন যারা এরকম ধারনা নিয়ে ফরেক্সের শুরু করেন এবং অবশেষে দেখা যায় তারা প্রফিট অর্জন করতে না পেরে অবশেষে ফরেক্স থেকে ছিটকে পড়ে যায়। ফলে আমাদের দেশের প্রায় 95% ফরেক্স ট্রেডার ব্যর্থতার সম্মুখীন হয়। আর এই ব্যর্থতার মূল কারণ হলো ধৈর্যের ও অনুশীলনের অভাব এবং অল্পতেই কোটিপতি হওয়ার মন মানসিকতা। এ ধরনের মনমানসিকতা নিয়ে ফরেক্স শুরু করল কেউ সফল হওয়া তো দুরের কথা সফলতার আশেপাশেও যাবে না। তাই আমাদের এসব ভ্রান্ত ধারণা ভুলে সঠিক ভাবে নিয়ম মেনে ফরেক্স করলে সফলতা বয়ে আসবে।