-
ফরেক্স একটি ব্যবসা। তাই মনে রাখা জরুরী যে প্রত্যেক ব্যবসাতে লাভ-লস ২টোই আছে। তাই লস হলে এটাকে সহ্য করতে হবে। কখনো ভেঙে পড়লে চলবে না। তছাড়া লস থেকে অনেক কিছু শেখার আছে। ভূল হল ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারণ। তবে লস করলে আপনি সেই ভূলগুলো সংশোধন করার সুযোগ পাবেন। এই শিক্ষা থেকে আপনি ভবিষ্যতে নির্ভূলভাবে ট্রেড করতে পারবেন। তাই লসটাকেও পজেটিভ হিসেবে নিতে হবে কারণ এটা ব্যবসার অংশ।
-
ব্যবসায় লাভ লস থাকবে এটাই স্বাভাবিক আর ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যেখানে লস এর ঝুঁকি কে সর্বনিম্ন করন এবং লাভের সম্ভাবনা কে অনেক বেশি জাগ্রত তখনই করা সম্ভব যখন ট্রেড সমূহ যথাযথভাবে ট্রেডিং জ্ঞানের আলোকে করা হবে। ফরেক্স মার্কেটে আসার পূর্বে রসের কথা মাথায় রেখে আসতে হবে এমনটা খুব বেশি ভাবা যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয় না কারণ আপনি যদি এমনটাই ভাবতে থাকেন যে ফরেক্স ট্রেড করলেই আপনার লস হতে থাকবে তবে সে ক্ষেত্রে আপনার ট্রেডিং জ্ঞান অন্যের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ফলেএমন ভাবনা থেকে সরে এসে সব সময় ট্রেডিং জ্ঞানের আলোকে ভালোভাবে মার্কেট যাচাই করে তারপর ট্রেড করার অভ্যাস তৈরি করতে হবে তবেই কেবল মাত্র সব সময় প্রফিট লাভের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে।
-
ভালো কিছু পেতে হলো প্রথমে অবশ্যই কষ্ট ভোগ করতে হয়। তারপর ভালো কিছু পাওয়া যায়।ব্যবসায় লাভ লস থাকবে তবে হতাশ হলে চলবে না।ঘুরে দাড়াতে হবে।ভুল থেকে শিক্ষা নিতে হবে।প্রত্যেক ব্যবসায় লসের কথা মাথায় রেখে করতে হয়।লস ছাড়া ব্যবসা হয় না।যেখানেই লাভ থাকবে মনে রাখবেন সেখানেই লসও প্রতিপক্ষ হিসেবে থাকবে।লস খুবই স্বাভাবিক একটা বিষয়।লস ছাড়া পৃথিবীতে একমাত্র ব্যবসা হচ্ছে সুদ যা হারাম করে দেয়া হয়েছে।সুদ কথাটা মুখে উচ্চারণ করাটাও পাপ আমি শুনেছি।লস ছাড়া ব্যবসা অসম্ভব। কেউ বেশি লস করে আবার কেউ বা কম এটাই পার্থক্য।আমরা নিজের দোষেই লসের মুখে পড়ি।বেশিরভাগ ক্ষেত্রেই লোভের তাড়নায় পড়ে আমরা লসে পড়ি।ব্যবসা করার আগে লোভ নামক অভিশাপটা মাথা থেকে বের করে ফেলতে হবে।তাহলেই ভাল কিছু ক্রা সম্ভব। ব্যবসা সম্পর্কে ভালভাবে যেনে শুনে ব্যবসা শুরু করতে হবে।মাথায় রাখতে হবে অল্প বিদ্যা ভয়ংকর। না জেনে কিছু করা যাবে না।লসে পড়লে মাথা ঠান্ডা রেখে ধৈর্য্যসহকারে পুনরায় ব্যবসা শুরু করুন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন।