-
তা হিসাব করে আমি রাখি নি কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে জিরো হতেই পারে । কিছু ট্রেডার আছে যারা লস করে এই বিজনেস এ আর ফিরে আসে না তারা মনে করে আসলে ফরেক্স অনেক ঝুঁকি পূর্ণ একটি বেবসা কিন্তু আসলে তা নয় ফরেক্স হল খুব সহজ একটি বেবসা যা দিয়ে আমরা এখানে থেকে ভাল করে আয় বের করে নিয়ে নিতে পারি এ জন্য আমাদের কে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে ।
-
আমার মতে যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছে সাধারণত তাদের ব্যালেন্স জিরো হয় কারণ নতুন ট্রেডাররা ফরেক্স এ প্রবেশ করে মার্কেট সম্পর্কে তেমন এটা জ্ঞান না থাকার কারণে তাদের ব্যালেন্স জিরো হয়। তাই আমি মনে করি নতুন ট্রেডারদের যে কোন একটি ট্রেড অপেন করার সাথে সাথে স্টপ লস বা স্টপ প্রফিস দেওয়া উচিত, কারণ মার্কেট কোন দিকে অবস্থান করবে তা সহজে বুঝা যায় না।
-
ফরেক্স ট্রেডে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স হিসেবে ট্রেড করতে হবে। নতুন ট্রেডার দের জন্য অ্যাকাউন্ট জিরো হওয়াটা একটা সাধারন ব্যাপার । ইমোশন নিয়ে ফরেক্স মার্কেট এ টিকে থাকা যায় না । ফরেক্স ট্রেডে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স হিসেবে ট্রেড করতে হবে। কারন অ্যাকাউন্ট জিরো হয় ভালো ট্রেডিং দক্ষতা না থাকার কারনে কিন্তু আমার এখন অ্যাকাউন্ট না জিরো হওয়ার মতো দক্ষতা আছে ।
-
আমার এ পর্যন্ত বহুবার একাউন্ট জিরো হয়েছে কিন্তু মজার কথা হল সব ছিল ডেমো আমি মনে করি ডেমো দিয়ে আপনি রিস্কি ট্রেড করুন আর ফরেক্স কে ভাল করে চিনুন তারপরে লাইভে যত কম পারেন রিস্ক নিত্যে ট্রেড করতে থাকুন দেখবেন সফলতা আপনার আসবেই ।
-
কয়েকবার আমি আমার একাউন্ট কে জিরো করেছি তবে আমি মনে করি এখানে জিরো হতেই পার কারন শিখতে গেলে এ রকম জিরো অনেকের হয়ে থাকে তাই মন খারাপ করার কোন বিষয় না এটি । আপনাকে ভাল করে ফরেক্স নিয়ে নামতে হবে তাহলে ভাল ফরেক্স পারবেন ।
-
আমার একাউন্ট অনেক বার জিরো হয়েছে। তবে যতো বারই জিরো হোক আমার কোন টাকা খরচ হয়নি। এখন অনেকেরই প্রশ্ন এটা কিভাবে? হ্যা এটা সম্ভব। এটাউন্ট জিরো না হলে আপনি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবেন না। তাই আপানাকে ডেমো ট্রেড করেই একাউন্ট জিরো হওয়ার অভিজ্ঞতা নিতে হবে।
-
এই পর্যন্ত আমার একাউন্ত ২ বার জিরো হয়েছে। প্রথম যখন ১০০ ডলার ইন ভেস্ত করলাম তার একদিনের মধ্যে আমার একাউন্ত জিরো হয়ে গেল কিছু বুজে উঠার আগেই। পরের বার ১০০ ডলার জিরো হতে সময় লাগল ৭ দিন। এর পর আমি বুজতে পারলাম যে অল্প ডলার দিয়ে বেবসা করলে আমি প্রতিবার জিরো হব। তাই পরের বার আমি প্রথম আমার মানি ম্যানেজমেন্ট ঠিক করলাম। এরপর আর কখন ও জিরো হয় নাই। লস হয়ত হয়েছে কিন্তু জিরো আর হয় নাই।
-
আমার আসল অ্যাকাউন্ট এ পর্যন্ত জিরো হয়নি। তবে হওয়ার কাছাকাছি আছে একটি অ্যাকাউন্ট। তবে আসলে আমি মনে করি এটা স্বাভাবিক কারন আমি এখানে নতুন। আমি মনে করি এই ফোরাম থেকে পাওয়া ক্যাপিটাল দিয়ে আমি আমার ক্ষতি পুষিয়ে উঠতে পারবো। আসলে বিপদ আসবে কিন্তু থেমে গেলে তো আর হবে না। বাধা টপকে এগিয়ে যেতে হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ এমন কোন সাধু সন্ন্যাসী নেই যার একাউন্ট ৩- ৪ বছর ব্যাবহারের মধ্যে জিরো হয় নি । ট্রেড করতে গেলে প্রথম সময় দুই একটু জিরো হতেই পারে এটা কোন সমস্যা নয় কিন্তু মনে রাখতে হবে একের পর এক জিরো হয়ে যাওয়া আপনার জন্য মোটেও সুবিধাজনক নয় ।
-
অনেক বার হয়েছে । তবে এটা কোন বড় বিষয় না। আকাউন্ট জির হতেও পারে আর জারা নতুন ট্রেডার তাদের জন্য তো এটা খুব ই স্বাভাবিক ব্যপার। এটা নিয়ে কোন চিন্তা করেবন না।