ব্যবসায়ের প্রতিটা ক্ষেত্রে দুরদর্শি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে। যেকোন ব্যাবসায়ে লাভ লস আছে। এই খানে কেই লাভ করবে অন্য জনে লস এটাই ব্যবসার নিয়ম।
Printable View
ব্যবসায়ের প্রতিটা ক্ষেত্রে দুরদর্শি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে। যেকোন ব্যাবসায়ে লাভ লস আছে। এই খানে কেই লাভ করবে অন্য জনে লস এটাই ব্যবসার নিয়ম।
ফরেক্স মার্কেটে অনেক সফলতা ব্যবসায়ী আছে জারা ফরেক্স মার্কেটে অনেক অভিজ্ঞতা অস্মপন্ন ফরেক্স ট্রেডারদের কাছ থেকে ফরেক্স শিখলে ফরেক্স শেখা জায় এবং ফরেক্স সম্পরকে অনেক অভিজ্ঞতা অর্জন করা জায় তাই তাদের কাছ থেকে ফরেক্স শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করা সম্ভব ।
ফরেক্স এ অনেকেই সফল বাক্তি বা ট্রেডার আছে, তবে ৮০ ভাগ লোক এ এখান থেকে টাকা লস করে থাকে , আর প্রতিদিন এ নতুন ট্রেডার জইন করতেছে ট্রেডিং এ তাই আমি মনে করি সফল হতে হলে ধরজ ধরে ফরেক্স শিখতে হবে এবং নিওমিত ট্রেড করতে হবে
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যে ব্যবসায় বিশ্বের কোটি কোটি মানুষ জরিত আছে এবং এ ব্যবসায় ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন অনেক বারছে । এখানে হতাশ হলে বা ধর্ষ্য হারালে চলবে না । তাই আগে বুঝুন তার পর কাজ করুন ।
ভাই আপনার আরোও একটু গুছিয়ে লিখা উচিত । আমি আপনার পোস্ট এর কিছুই বুঝতে পারছি ন আ। তবে যাই হোক যারা ফরেক্সে সফলতা অর্জন করেছে বা যারা সফলতা অর্জন করতে চান তাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা । আর আপনি যদি সঠীকভাবে মার্কেট এনালাইসিস করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে । আর একটি কথা আপনি যখন ট্রেড করবেন তখন লোভ না করে অল্প রিস্ক নিয়ে ট্রেড করবেন দেখবেন আপনি সফল হবেন ।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যে ব্যবসায় বিশ্বের কোটি কোটি মানুষ জরিত আছে এবং এ ব্যবসায় ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন অনেক বারছে । এখানে হতাশ হলে বা ধর্ষ্য হারালে চলবে না । সফল ব্যবসায়ীরা খুব সূক্ষ্ম ভাবে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে ।প্রতেকটা ব্যবসাই লস বা লাভ আছে ফরেক্স ও এর ব্যতিক্রম না।তবে ফরেক্স মার্কেটে টিকে থাকলে ধৈর্য থাকতে হবে।লস হলে মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে।
আপনি আসলে কি বিষয়ে পশ্ন করেছেন এবং আপনার আলচ্য বিষয়ের সারমর্ম কি তা আমার কাছে ঠিক বোধাগাম্য হচ্ছে না আর সেই কারনে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছি না। এতটুকু বলব ফরেক্স এমনই একটি ব্যাবসা যেখানে লাভ এবং লস দুটিই রয়েছে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বলেই কেবল লাভের দেখা পেতে পারেন।
যেকোন ব্যবসায় লাভ লস দুটোই আছে। ফরেক্স হল আন্তর্জাতিক ব্যবসা। এতে দিন দিন লোকের সংখ্যা বাড়ছে। তাই এখানে লাভ লস হওয়াটাই স্বাভাবিক তবে তার জন্য ভেঙে পড়লে চলবে না।
যেকোন ব্যবসা্য় সফল হতে হলে সে ব্যবসার বিশদ নিয়ম কানুন ভালভাবে আয়ত্তে আনতে হবে ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা হিসেবে সেটা আমাদের কাছে আরো বেশি দুরুহ মনে হতে পারে তাই আমি বলব কঠিন মনে না করে সহজভাবে একে গ্রহণ করুন কেননা সফলতার জন্য আপনাকে শিখতে হবে ফরেক্স শুধু বই পড়ে নয় সফল ব্যবসায়ীদের প্রকৃত অভিজ্ঞতার নিকটে গিয়ে আপনাকে নিজের স্কিল বৃদ্ধি করতে হবে যত বেশি ট্রেডিং স্কিল ভাল করতে পারবেন তত বেশি আাপনি লাভবান হবেন
ফরেক্স্ ট্রেডিং এর সফলতা আর ব্যর্থতা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ওপর । আপনি কতটা শিখেছেন এবং সেই শেখাটাকে কিভাবে কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে পারছেন এটিই এখানে আসল বিষয় । তাই অবশ্যই পড়তে হবে ।