-
একাধিক পেয়ার নিয়ে গবেষণা করা ও শেষমেষ তালগোল পাকিয়ে ফেলাটা নতুন কিছু নয়,হতে পারে একাধিক পেয়ারে আন্যালিসিস করলে আপনি অনেক বেশি ট্রেড সিগনাল পেতে পারেন কিন্তু আপনি অতি ... তাই টার্গেট প্রফিট সেট ক্রুন,তা নিজে থেকেই আপনার কাজ কমিয়ে দিবে,এতে হয়ত ল্যাব কিছুটা কম হতে পারে কিন্তু ট্রেন্ড রিভার্সে গিয়ে লস হওয়া থেকে ভাল। .
-
আমি usd পেয়ার কে সব থেকে ভাল পেয়ার মনে করি কারন এখানে অনেকেই আছেন যারা এই পেয়ারে ট্রেড করে অনেক লাভ করেন তেমনি আমিও আমার বেস্রভাগ ট্রেড এই পেয়ারে করে থাকি । কারন এই পেয়ার থেকে অনেক সহজেই আমি লাভ করতে পারি ।
-
আমি ও আপনার সাথে সম্পুর্ন একমত কারন ফরেক্স মার্কেটের সবচেয়ে জনপ্রিয় পেয়ার ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার ফরেক্স মার্কেটের অধিকাংশ ট্রেডার কাছে অনেক বেশী পছন্দ হতে পারে বলে আমি মনে করি।তাই আমার কাছে ইউরো-ইউএসডি পেয়ারটি বেশী ভালো মনে হয়।তাই আমি মনে করি সাধারণত Euro-Usd পেয়ার কে সব থেকে ভাল পেয়ার বলে মনে করি............।।
-
সব থেকে ভাল পেয়ার কোনটি? এটা বলতে গেলে আমার ফরেক্স মার্কেটে আসার শুরু থেকে সব কিছু বলতে হবে। সংক্ষেপে বলি, প্রথম যখন শুরু করি তখন ইউরো-ইউএসডি ছাড়া কিছুই বুঝতাম না। অন্য কোন পেয়ারে ভুলেও যেতাম না। এখন আর সে রকম না এখন আমি প্রায় ৮/১০টা পেয়ারে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট এ ইউরো ইঊএসডি হল সব থেকে ভাল পেয়ার এটা আমেরিকা ও ইউরোপ এর কান্ট্রির কারেন্সি আমরা তাদের এই কারেন্সি তে বেশিরভাগ সময় বাই সেল করে থাকি আমি মনে করি এই কারেন্সি সকল নিনিয়গকারিদের জন্য সুবিধা জনক কারণ এর মাধ্যমে মার্কেট এর বেশী মুভ হওয়ার সম্ভাবনা থাকে না ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভালো পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি/ইউরো জাপান/ইউএসডি ক্যাট/এইউডি ইউএসডি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পেয়ার আছে সেগুলো খুবই ভালো। তবে এই কারেন্সিগুলোতে আপনি মোটামুটি ভালো ভাব ট্রেড করতে পারবেন বলে আমি আশাবাদী। ফরেক্স মার্কেটে আরও বিভিন্ন ধরনের পেয়ার আছে যেগুলো আমার কাছে বেশি ভয়ানক মনে হয়। আর উক্ত পেয়ার গুলি দিয়ে আপনি মোটামুটি ভালো ট্রেড করতে পারবেন বলে আমি আশাবাদী এবং এ পেয়ার গুলো থেকে ভালো প্রফিটও লাভ করতে পারবেন।
-
আমার কাছে সবচেয়ে ভাল পেয়ার হল eur/usd , gbp/usd, usd/jpy । কারন মার্কেট কে বেশি এই মুদ্রা গুলা অনেক প্রভাবিত করে থাকে। তাছাড়া আমি এই পেয়ার গুলা নিয়া চিন্তা ভাবনা করি। তাছাড়া আই মুদ্রা গুলা সারা পৃথিবীতে শাসন করে থাকে ফলে এই মুদ্রা গুলা সম্পর্কে খবরা খবর পাওয়া সহজ তাই আমি এই পেয়ার গুলা নিয়ে ট্রেড করতে অনেক পছন্দ করি।
-
Euro-usd কে আমি সব থেকে ভাল পেয়ার বলব। আর সব থেকে বেশি ট্রেড হয় এই পেয়ার এই। আর সবার মত আমিও এই পেয়ার এ ট্রেড করে থাকি এবং আমার ভাল লাগে ।
-
আমি মেজর পেয়ারগুলি কে সব থেকে ভাল পেয়ার বলে থাকি আমি মনে করি বেশির ভাগ ফরেক্স ট্রেডাররা এই পেয়ারগুলিতে ট্রেড করে থাকেন এবং এই থেকে তারা অনেক পরিমাণে লাভ করতে পারেন । ফরেক্স মার্কেট এ এক এক জন ট্রেডার এক এক রকম পেয়ারে ট্রেড করতে বেশী পছন্দ করেন ।
-
আমি মনে করি ফরেক্স এর সবগুলোই পেয়ার ভালো কিন্তু ঠিকমত আমরা বুঝতে পারিনা বলে ট্রেড করতে পারি না। তবে অন্যান্য পেয়ারের চেয়ে গুটি কয়েকটি পেয়ারে ট্রেড করে থাকি। তার মধ্যে কয়েকটি পেয়ার উল্লেখযোগ্য হচ্ছে eurusd/eurjapan/usdcad/audusd/gpbusd/usdjapan ইত্যাদি পেয়ারগুলো আমরা বেশি ট্রেড করে থাকি। তাই আমাদের কাছে এই পেয়ারগুলি বেশি ভূমিকা পালন করে থাকে। ইচ্ছা করলেও আপনি উক্ত পেয়ারগুলি বেশি ট্রেড করতে পারেন।