-
ফরেক্স মার্কেটে এখন পর্যন্ত আমার দেখা ১০০ ডলার নিয়ে ফরেক্স ট্রেড করে এখন আপনি যদি ১০০০ ডলার নিয়ে ট্রেড করেন তাহলে একটু স্ট্রেটিজি মেইন্টেইন করে ট্রেড করতে পারলে আশা করি ভাল প্রফিট গেইন করবেন। এখন মানি ম্যানেজমেন্ট করবেন কিনা সেটা আপনার লটের উপর ডিপেন্ড করতেছে কারন আপনি যদি প্রতি লট ১ এর ডলার ধরেন তাহলে তো আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে কিন্ত যদি ০.৫ অথবা এর নিচে করেন তাহলে একটু দেখে শুনে ট্রেড করলে গেইন করবেন তবে মানি ম্যানেজমেন্ট করাটা আপনার জন্য ভাল হবে।
-
ফরেক্স মারকেটে ১০০০ হাজার ডলার ইনভেস্ট করে যদি কেউ ফরেক্স মারকেটে ট্রেড করে তাহলে সেই ফরেক্স ট্রেডার ভাল প্রফিট করতে পারে কারন ১০০০ ডলার অনেক বেশি এই ডলার দিয়ে ট্রেড করলে অনেক টাকা আয় করা সম্ভব হতে পারে একাউন.ট নস্ট হয়ার সম্ভাবনা কম থাকে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি ট্রেডিং করতে যদি ১০০০ডলার ডিপোজিট করে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজ মেন্ট সিস্টেম অনুসরন করে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আপনি ১০% রিস্ক নিয়ে যদি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে পারেন আর প্রতি ট্রেডে স্টপ লস ব্যাবহার করেন,তাহলে প্রফিট হবে।
-
প্রথমেই আপনাকে স্বাগতম ফরেক্স মার্কেটে এতো ভালো ডিপোজিট নিয়ে প্রবেশ করার জন্য। আশা করি আপনি মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করবেন এবং নিয়মিতই প্রফিট অর্জন করবেন। তবে বড় পুজি বলে কখনই বেশি রিস্ক নেবেন না। আস্তে আস্তে অল্প পুজি নিয়ে ধৈর্য্য ধরে ট্রেড করতে পারলে সফলতা আসতে পারে।
-
ইনভেষ্ট নির্ভর করে একজন দক্ষ ট্রেডারের উপর । যে যত বেশী এই মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী সফরকাম হতে পারবে । ১০০০ ডলার ইনভেষ্ট করা তো বড় কথা নয় আসল হল অভিজ্ঞতা । যার যত বেশী অভিজ্ঞতা সে তত বেশী সফলকাম ।
-
প্রাথমিক অবস্থায় খুব বেশি ইনভেস্ট করার দরকার না থাকলেও তবে অবশ্যই আপনি যে ১০০০ ডলার সমপরিমাণ ইনভেস্ট একটা যথেষ্ট শক্তিশালী ও যথেষ্ট স্ট্রং একটা ইনভেস্টমেন্ট । তবে আপনি যেহেতু এত বেশি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট করতে হবে । কারণ মানিম্যনেজমেন্ট ব্যাতিত আপনার এই শক্তিশালী ইনভেস্ট কোন কাজে নাও আসতে পারে । আপনি এত বড় ইনভেস্টেই অবশ্যই ভালো মানের লটে ট্রেড ওপেন করতে পারবেন ।
-
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আমি বলব আপনি ১০০০ ডলার ইনভেষ্ট না করে কম ডলার ইনভেস্ট করুন। কারন- প্রথম দিকে আপনি ফরেক্স আয়ত্ব না করতে পেরে লস খাবেনই। তাই কম ইনভেষ্ট করুন। আর সব সময় ছোট লটে ট্রেড করুন। লোভ করতে যাবেন না। সব সময় মার্জিন এর দিকে খেয়াল রাখুন। কখনো যেন মার্জিন কল না খান সেদিকে পূর্ন দৃষ্টি দিতে হবে।
-
১০০০ ইনভেষ্ট করলেই হবে না আসল প্রয়োজন দক্ষতা । যার যত বেশী দক্ষতা বেশী সে তত বেশী লাভবান । আমরা সব সময় অাগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও ভালোভাবে চেষ্টা করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । কিন্তু ইনভেষ্ট বড় কথা নয় আসল হল অভিজ্ঞতা ।
-
আমার মানে হয় আপনি ফরেক্স মার্কেতে নতুন তাই মানি ম্যনেজম্যনট সম্পর্কে ধারনা একটু কম তাই আপনি ১০০০ ডলার না ১০০ ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য ভাল হবে।একজন দক্ষ ট্রেডার হতে গেলে ৪ বছর সময় লাগে।তবে আপনি যদি ১০০০ ডলারই ইনভেস্ট করতে চান .১০ লটে ট্রেড ওপেন করা উচিত।
-
যদি আপনি ১০০০ ডলার ইনিভেস্ট করতে চান তাহলে প্রতি 100 ডলার এ সর্বোচ্চ 0.10 সেন্ট 1000 ডলার এ সর্বোচ্চ 1 ডলার ভ্যালু ধরে ট্রেড করতে পারেন। তাহলে 1000 ডলার এ মানি ম্যানেজমেন্ট সর্বোচ্চ 1 ডলার। 1 ডলার ভ্যালু ধরে ট্রেড মানে আপনি মার্কেট অ্যানালাইসিস করে দেখলেন আপনার মনে হল 10টা কারেন্সিতে 10টা ট্রেড ওপেন করা যাবে। আপনি 10 ট্রেড অবশই ওপেন করবেন তবে ট্রেড এর ভ্যালুর যোগফল 1 ডলার হতে হবে।
যেমন:
01. EURUSD: Value: 0.10 Sell
02. AUDUSD: Value: 0.10 Buy
03. USDCAD: Value: 0.10 Sell
04. USDCHF: Value: 0.10 Buy
05. GBPUSD: Value: 0.10 Sell
06. USDGBP: Value: 0.10 Buy
07. USDAUD: Value: 0.10 Sell
08. EURJPY: Value: 0.10 Buy
09. USDAUD: Value: 0.10 Sell
10. EURJPY: Value: 0.10 Buy
----------------------------
1.00$