আপডেট:
প্রথম সপ্তাহে ১৫% গেইনের পর এই সপ্তাহের ৩দিনে ১৭% চলে এসেছে আমার গোল্ডেন সিস্টমে। নিচের আপডেটের ছবিটি দিলাম। প্রতিমাসে স্বাভাবিক ভাবে এন্ট্রি নিলেও এই প্রফিট চলে আসবে। কম করে আসলেও ২০% প্রফিট থাকবে প্রতিমাসে।
[ATTACH=CONFIG]8258[/ATTACH]
Printable View
আপডেট:
প্রথম সপ্তাহে ১৫% গেইনের পর এই সপ্তাহের ৩দিনে ১৭% চলে এসেছে আমার গোল্ডেন সিস্টমে। নিচের আপডেটের ছবিটি দিলাম। প্রতিমাসে স্বাভাবিক ভাবে এন্ট্রি নিলেও এই প্রফিট চলে আসবে। কম করে আসলেও ২০% প্রফিট থাকবে প্রতিমাসে।
[ATTACH=CONFIG]8258[/ATTACH]
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়।যদি মার্কেট বিপক্ষে থাকে তাহলে স্টপ লস ব্যবহার করে ট্রেড করলে লস হবে না।
স্টপলস ছাড়া গতি নাই। আমি আমার সিস্টেমে টেক প্রফিট দেই আর নাই দেই স্টপ লস দিতে মিস করি না। একটা্ আলাদা রোবট ব্যবহার করি এজন্য। রোবটটি আমি ট্রেড খোলার পরপরেই স্টপ লস সেট করে দেয়। নিজে বসাতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আর এজন্য আমার একাউন্টের ড্রডাউন বেড়ে যেতে পারে এজন্য এই ব্যবস্থা। স্টপ লস ব্যবহার করে মোটামোটি ভালো ফল পাচ্ছি। নিয়মিত প্রফিট করতে পারছি।
ফরেক্স এ ট্রেড করা হয় মূলত প্রফিট করার জন্য আর সে জন্য আমরা বা সকলেই অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সবাই তো আর সফলতা পেতে পারে না। তাই সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। তাই আপনি যদি সহজে কিভাবে সকলেই প্রফিট করতে পারবে এমন একটি স্টাটেজি আমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করেন যেন আমরা সেটা সহজে বুঝতে পারি। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী। ভাবতাম যে একদিন না একদিন নিশ্চয় প্রফিটে থাকতে পারব। তাই হার না মেনে ট্রেড করেই যাচ্ছি তবে সফলতা মনে হয় খুব শিঘ্রয় পেয়ে যাব। দোয়া করবেন আমার জন্য।
আসলেই সঠিক, কারন প্রতি লট লসে গেলে এক সময়ে বিরাট লসে পরিনত হয়। তাই আমাদের কে স্টোপ লস ব্যবহার করা উচিত। তবে আমাদের কে মানিমেনেজমান্ট করে স্টোপ লস ব্যবহার করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলি কেন্ডেল ফলো করে স্টোপ লস ব্যবহার করে ভালো ফল পাওয়া জায়। আসলে আমরা টেক প্রফিট ব্্যাবহার করি কিনা করি এটা ব্যাপার না কিন্তু স্টপ লস ব্যবহার করা উচিত আমাদের সকলেরই। এদিকটা লক্ষ করে ট্রেড করতে পারলে আমরা হয়তো বা সফলতা অর্জন করতে সক্ষম হব ধন্যবাদ।
হ্যাঁ আপনি যেমনটা বলেছেন, স্টপ লস খেয়ে দেওয়ার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। মাঝে মাঝে স্টপ লস খেয়ে দেওয়া মানেই খারাপ কিছু নয়। স্টপ লস হিট করা মানে মার্কেট আপনাকে সিগন্যাল দিচ্ছে মার্কেট সেই দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তখন মার্কেটের ট্রেন্ড অনুযায়ী সেদিকে ট্রেড নিলে প্রফিট করার সমূহ সম্ভাবনা থাকে। আমি এমনটা মাঝে মাঝে এপ্লাই করে দেখেছি এবং সফল হয়েছে। হয়তো এই স্ট্রাটেজি কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে এটি একটি কার্যকর পদ্ধতি বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেটে লস করার থেকে লাভ না করাটাও উত্তম। কেননা ১ ডলার লস হলেও,গড়ে ২ ডলারের মতো লস হয়। কেননা একাউন্ট থেকে ১ ডলার কমে যায়,আবার রিকভার করে ঐখানে আসতে হয়।তাই এই লস নিয়ন্ত্রণে রাখতে স্টপ লস চমৎকার একটি টুলস।আর সঠিক প্রয়োগ কেবলমাত্র আপনার লসকেই নিয়ন্ত্রণে রাখবে না, সেই সাথে আপনাকে একটা ভালো মাপের উপার্জন ও দিবে। তাই সঠিকভাবে স্টপ লস ব্যবহার করুন। একাউন্ট ঝুঁকিমুক্ত রেখে, নিয়মিত উপার্জন করুন।
স্টপ লস সেট না করার কারণে অনেকে যথেষ্ট আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজেও এমন এমন ভুলের জন্য বড় মাপের একাউন্ট ব্যালেন্স হারিয়েছি। একটি জরিপে হিসাব করলে দেখা যায় আমাদের স্টপ লস এবং টেক প্রফিট সেট করার ফলে আপনার ট্রেডিং অভিজ্ঞতা যদি ভালো মাপের থাকে বা বৃদ্ধি হয় তাহলে প্রফিটের সম্ভাবনাই অনেকটা বেশি থাকে। তাই আমাদের বেশি বেশি ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করে কৌশল বৃদ্ধির মাধ্যমে যথাযথ প্রয়োগ করে ট্রেড করতে হবে
আপনাকে অবশ্যয় ১দিনের চার্ট দেখে এ্যানালিসিস করে ট্রেড নিতে পারলে এ্যানালিসিসটি বেশ ভাল হয়। তারমানে লসের সম্ভাবনা কম থাকে। আর আপনি যদি বার বার ৫ থেকে ৩০ মিনিট এর চার্ট দেখে ট্রেড করেন তাহলে এ্যানালিসিসটি ভাল কাজ করে না। বিশেষ করে ৩০ মিনিট এর চার্টে ট্রেড বেশি করতাম কারন তখন বুঝতাম সারাদিন ট্রেড করে বেশি বেশি প্রফিট করব সে জন্য যত ছোট টাইম ফ্রেম ব্যবহার করব তত বেশি ট্রেড করার সুযোগ পাব। তাই সারাদিন ধরে পরিশ্রম করে বেশি বেশি ট্রেড করে অনেক মুনাফা অর্জন করতাম আর একটি মাত্র ভুল ট্রেড সেই সকল প্রফিট খেয়ে নিত। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী।
সিম্পল মুভিং এভারেজের সাথে মার্কেট ইনডেক্স ফলো করি। নিজের সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি নিজেও সিম্পল মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমরা বেশিরভাগ ধরা খাই আমাদের মনের কাছে। মনের ভেতরের ভয় আর লোভ আমাদের পথচলায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আপনি এখন যে সিস্টেমে ট্রেড করছেন সেটাকে ডেভেলপ করতে থাকুন। আর ঢাকা যদি থাকেন তাহলে একদিন আসেন, দুজন ট্রেডার একসাথে বসলে নিজেদের জ্ঞান শেয়ার করা যায়।