-
ফরেক্সে তিন ধরনের এনালাইসিস রয়েছে। ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং ইমোশোনাল এনালাইসিস। ফরেক্সে যেকোনো ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করে নেয়া অবশ্যই জরুরি। এতে লসের হাত থেকে বাচা যায় লাভও করা যায়। ফান্ডামেন্টাল এনালাইসিস হলো একটি দেশের রাজনৈতিক, সামাজিক , অর্থনৈতিক অবস্থা সেদেশের মুদ্রার উপর যে প্রভাব ফেলে অর্থাৎ এসকল কারনে মূদ্রার দামে যে উঠানামা হয় তার ভিত্তিতে এনালাইসিস করা।
-
কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটি উপায় তা-ই হল ফান্ডামেন্টাল এনালাইসি । ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করার জন্য তিন ধরনের এনালাইসিস করি। ১ টেকনিক্যাল এনালাইসিস ,২সেন্টিমেন্টাল এনালাইসিস,৩ ফান্ডামেন্টাল এনালাইসসি। ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে কোন দেশের অর্থনীতি বা রাজনৈতিক অবস্তা ইত্যাদি কে এনালাসিস করা। ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল এনালাইসিস আমাদেরকে সাহায্য করে। আর এই তিনটি এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি এবং প্রপিট করি।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে নিউজ এনালাইসিস কেই বোঝায় যেখানে কোন দেশের রাজনৈতিক অর্থনৈতিক , সামাজিক ইত্যাদি বিষোয় গুলোর উপর নির্ভর করে মার্কেট এনালাইসিস করা হয় । যখন কোন হাই ইম্প্যাক্ট নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বেশি মুভ করে থাকে প্রায় কয়েকশ পিপস পর্যন্ত । তাই আমরা যদি এই সুযোগ কাজে লাগিয়ে ট্রেড করতে চাই তাহলে আমদেরকে অবশ্যই ফান্দামেন্টাল এনালাইসিস করতে হবে ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে কোন দেশের রাজনৈতিক অর্থনোইতিক সামাজিক ইত্যাদি বিষোয়গূলোর পর্যালোচনা করা । ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করা প্রতিটি ট্রেডারের জন্য জরুরী । ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে নিউজ এনালাইসিস বুঝায় । টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে নিউজ এনালাইসিস করতে হবে কারন এসময় মার্কেট নিউজ এর প্রভাবে অনেক বেশি মুভ করে । লস থেকে বাচতে এবং ভালো লাভ করতে আমাদের নিউজ এনালাইসিস করতে হবে।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সকল ক্ষেত্রে নিউজ আশানুরূপ ফলাফল না্ও দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিংয়ে সফলতা দিতে পারে এটাই আমার বিশ্বাস ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হলো কোন দেশের অর্থনৈতিক অবস্থার সম্পরকে জানা। কারন ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করতে গেলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস করা খুবই জরুরি। একটি দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো থাকবে আপনার তত ফরেক্স মার্কেট এ লাভ করবেন। আর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে আপনার লস এর সম্ভাবনা কম থাকে। তাই ট্রেড করার পূরবে ফান্ডামেন্টাল এনালাইসিস করা দরকার।
-
ফান্ডামেন্টাল এনালাইসিসহল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটি পক্রিয়া। আরো সহজকরে বলা যেতে পারে, কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটি উপায় তা-ই হল ফান্ডামেন্টাল এনালাইসিস। আশা করি বুজতে পেরেছেন।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স মার্কেট এর অন্যতম একটা এনালাইসিস প্যাটার্ন যে তিন ধরনরে এনালাইসিস ফান্ডামেন্টাল ,টেকনিকেল ও সেন্টিমেন্টাল সাধারণত ট্রেডাররা অনুসরণ করে তবে সবচেয়ে বেশি অণুসরণ করে টেকনিকেল এনালাইসিস এবং এর পরে গুরুত্ব দেওয়া হয় ফান্ডামেন্টাল এনালাইসিস এর দিকে মার্কেট মুভমন্টের জন্য ফান্ডামেন্টাল এনালাইসিকেও গুরুত্ব দিতে হবে কেননা কোন কারেন্সি যেমন ধরি ইউএসডি, সে দেশের অর্থনৈতিক অবস্থা , রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করাই হল ফান্ডমেন্টাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় কেননা এর প্রভাব মার্কেটে পড়তে পারে
-
আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে সমপকে বুঝি যে অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।