-
নতুন ট্রেডারদের জন্য বলবো আপনারা ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানবেন বেশি বেশি শিখবেন। আর ফরেক্স এর উপর অনেক কিছু পোড়ে পোড়ে অনেক কিছু জেনে অভিজ্ঞতা অর্জন করবেন এবং রিয়াল ট্রেড করার আগে আপনাকে ডেমো ট্রেড অবশ্যই করতে হবে। আর ডেমোকে রিয়াল মনে করে সিরিয়াস ভাবে ট্রেড করতে হবে তাহলে আমি মনে করি একজন নতুন ট্রেডা একজন ভাল ট্রেডা হতে পারবে।
-
আপনি সর্বপ্রথম ৪ মাস ডেমো ট্রেডিং করুন। সেখানে আপনি নিজে নিজে ট্রেড করে মার্কেট এনালাইসিস করুন, মার্কেট সবসময় এনালাইসিস করার চেষ্টা করুন, প্রয়োজনে বাংলা ফোরামের ট্রেডারদের সাহায্য নিয়ে এগিয়ে চলুন। ধন্যবাদ
-
ভাই আপনি এখানে ডলার বিনিয়োগ করে মার্কেটে ট্রেড ওপেন করছেন ধরি যখন আপনি ইউরো/ ইউ এসডি পেয়ারে ০.১০ লটে বাই দেন তার মানে দাড়াই আপনি ইউ এস ডলার বেচে ইউরো কিনলেন লাভ নিলেন ১৩ পিপস এবং আপনার একাউন্টে যোগ হল এক ডলার আবার যখন সেল দিলেন তখন তো আপনার কাছে ইউরো নেই কিন্তু আপনি ইউরোর পক্ষে ০.১০ সেন্ট লটে অবস্থান নিলেন যেখানে আপনি ইইরোর দাম ইউ এস ডি বিপক্ষে বাড়লে যত পিপস বাড়বে তত পিপসের জন্য আপনি ০.১০ করে পাবেন তার জন্য আপনার ইউরো থাকা লাগবে না। ধন্যবাদ।
-
নতুন ট্রেডারদের জন্য আমি বলতে চাই:ভাই জানার এবং শিখার কোন বিকল্প নাই।ভাল ট্রেডার হতে হলে বেশী বেশী করে ফরেক্স সমন্ধে পড়াশোনা করুন এবং অ্যনালাইসিস করুন।রিয়েল ট্রেড করার আগে আপনি ডেমোতে ট্রেড করবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন আপননি সিরিয়াস ভেবে ট্রেড করবেন। একটি কথা মনে রাখবেন ফরেক্স মার্কেটে কখনও লোভ করবেন না।বেশী লোভ করলে আপনার নিশ্চিত লস হবে।ফরেক্সের নিয়মগুলো যদি ভালভাবে ফলো করেন তাহলে আপনি একদিন ভাল ট্রেডার হতে পারবেন।ধন্যবাদ
-
নতুন ট্রেডার হিসাবে আপনাকে আমি বলবো সবচেয়ে আগে আপনি জেটা ফল করবেন সেটা হল মানিমেনেজমেন্ট এর দিকে বেশি করে খেয়াল রাখবেন এই ফরেক্স মার্কেটে আপনাকে নিওমের ভাইরে জেতে পারবেন মার্কেট মুভমেন্ট কেন হয় মার্কেট কিভাবে মুভ করে কেন করে সেগুল ভালো সিখতে হবে না বুজে ট্রেড ওপেন করা যাবে না বেশি ট্রেড করা যাবে না জকন একটি ভালো ট্রেড পাবেন তখন ট্রেড করার চেস্টা করবেন তা না হলে ট্রেড করার দকার নাই।
-
আপনি যে কারেন্সিতেই ট্রেড করেন না কেন সেটা কনভার্ট হয়ে যাবে। আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। আপনি যদি বাই নেন তাহলে ১ ইউরো দিয়ে যে প্রাইস শো করছে তত ডলার কিনবেন। আর সেল মারলে মার্কেট প্রাইসের ডলার দ্বারা আপনি ১ ইউরো কিনবেন। বাই এর ক্ষেত্রে আপনার লাভ হবে যদি প্রাইস বাড়ে আর সেলের ক্ষেত্রে লাভ হবে যদি প্রাইস কমে।
-
নতুন ট্রেডারদের জন্য ফরেক্সের কাজ বেশ জটিল কাজ। তাই আমি মনে করি ফরেক্সের কাজ করিতে হইলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তার পর ফরেক্স মাকের্টিং এর কাজ জেনে শুনে করিতে হইবে। এতে বেশি লাভ করা সম্ভব হইবে।
-
EURO/USD যখন আপনি euro বাই করছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এটার পরিবর্তে USD ইটা কিনছেন, একজন নতুন ত্রাদের হিসেবে আপনার এসব কন্ফুসিওন হতে পারে, তবে এ ধরনের ছোটখাটো কিছু সমসার সমাধান ব্রোকার এর সাপোর্ট ম্যানেজার রাই দিতে পারে, আপনি এসব চত খাত প্রশ্নের ততক্ষনাত উত্তরের জন্য তাদের প্রশ্ন করুন এবং তারা উত্তর দিয়ে দিবেন.
-
নতুন ট্রেডার এর জন্য পরামর্শ হল বেশি বেশি ডেমোতে কাজ করা । মানে ট্রেড করা তবে না বুঝে শুধু বাই সেল দিলেই হবেনা। তার জন্য বেশি বেশি ফলো করতে হবে নিউজ ও টেকনিক্যাল এনালাইসিস যদি সব ঠিক থাকে তবেই ফরেক্স এ ট্রেড করতে পারেন।শুধু বুয় সেল দিলেই ফরেক্স থেকে টাকা পাওয়্যা যাবেনা এর জন্য সময় ও শ্রম দিতে হবে, কারন ফরেক্স একটা প্রফেশন। ার প্রফেশন বিধায় আপনাকে অধিক পরিমানে জানতে হবে। গুগলে সার্চ করে যাবতীয় নিয়মাবলি জানতে পারবেন। তাই আপনার প্রতি পরামর্শই হচ্ছে বেশি বেশি অনুশিলন করুন তার পর রিয়েল ট্রেড করুন
-
সে বলল আমি ট্রেডিং এ নতুন । আবার বলল অনেক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি । সে বলল আমার প্রথম সমস্যা হল কেনা বেচা নিয়ে । অনেক দিন ধরে নতুন থেকে লাভ কি ভাই ।বেচা কেনা সিখ eur বাই কর দেকবে usd অটো সেল হয়ে গ্যাছে ।