আমাদের সবার একই সমস্যা, ফরেক্স সম্পর্কে কোন মাধ্যমে জানতে পারলেই আগে ট্রেড করা শুরু করে দিয়ে থাকি। আসলে আমাদের উচিৎ আগে ফরেক্স কি, কেন এটি হয়, কিভাবে হয়, কোথায় থেকে পরিচালিত হয়, লাভ কেন হয় লস কেন হয় ? এইসব প্রস্নের উত্তর খুজে জানা, এবং এইসব নিয়ে ব্যাপক পড়াশুনা করা। যেদিন মনে হবে আমি এইসব জেনেছি এখন ট্রেড করতে পারবো, তখন ডেমো ট্রেড একাউন্ত খুলে ডেমো ট্রেড শুরু করা। যখন ডেমোতে লস হবে তখন আবার ট্রেড কেন লস হল তা নিয়ে বিশ্লেষণ করা।