-
ফরেক্স মার্কেটে আমি মনে করি সেন্টিমেন্টাল এনালাইসিস করে খু ব একটা ভাল করা জায়না। তবে ফরেক্স মার্কেটের সব ছেয়ে ভাল এনালাইসিস হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস। এর মাধমে একজন ট্রেডার যদি ভাল করে ট্রেড করতে পারে তবে কার লস হবার কথা না।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে। ১। ফান্ডামেন্টাল এনালাইসিস, ২। টেকনিক্যাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমরা কম বেশি জানি। সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে জানিনা। এটা হলো আমাদের নিজস্ব ধারনা। মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেই ধারনা। আমার মতে এটা খুব একটা কার্যকরী নয়।
-
ফরেক্সে সাধারণত তিন ধরনের এনালাইসিস করে থাকে। যেমন ফান্ডামেটাল এনালাইসিস, টেক্নিকাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। ফফান্ডামেটাল ও টেক্নিকাল এনালাইসিস তারা তাদের মত কাজ করে থাকে। কিন্তু সেন্টিমেন্টাল এনালাইসিস টা হল সম্পুন্য মনস্তাত্ত্বিক। বিশষ। মারকেট উপরে যেতে পারে বা নিচে নামতে পারে এ বিশষ টা এনালাইসিস করে থাকে।
-
ট্রেডিং মৌলিক এবং প্রযুক্তিগত দিক থেকে ভিন্ন, অনুভূতির বিশ্লেষণের বিবেচনা বাজারের অংশগ্রহণকারীদের সমষ্টিগত ঝুঁকি ক্ষুধা লাগে. ... কিন্তু আপনি কল বা আপনার সমস্ত বন্ধুদের ফরেক্স টুইটের আগে কিভাবে তারা মনে জিজ্ঞাসা
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমরা তিন ধরনের এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করে থাকি,তাই আমার মতে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস ককরার পরে ট্রেডিং করলে আমাদের অনেক ভাল প্রফিট হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ট্রেড করা।
-
সফলার দিক থকে পরিচিত দুটি এনালাইসিস হলো ফান্ডামেন্টাল এনালাইসিস আর অন্যটি হলো টেকনিকাল এনালাইসিস.আর আর একটি হলো সেন্টিমেন্টাল এনালাইসিস আইটি সফলার দিক থেকে পিছিয়ে কারণ এই এনালাইসিস ত্রাদের একদম দম ই নিক্জের চিন্তা ভাবনা অভিজ্ঞতা দিতে করে থাকে তাই কিছি কিছু ত্রাদের আর ক্ষেত্রে আইটি সফল হয়ে থাকে আবর কিছু কিছু ক্ষেত্রে বের্থ.
-
আমারা সকললেই ফরেক্স মার্কেট এর দুই রকম এনালাইসিস ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অবগত আছি । কিন্তু এর সাথে সাথে আরও এক প্রকার এনালাইসিস রয়েছে । আর তা হল সেন্টিমেন্টাল এনালাইসিস । সেন্টিমেন্টাল এনালাইসিস এর মাধম্যে মার্কেট এর সেন্টিমেন্ট সম্পর্কে বুঝা যায় । অথার্ৎ মার্কেট এর গতিবিদি সম্পর্কে জানা যায় ।
-
আমাদের সব সময় সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করা ভালো । যে ট্রেডারগণ এই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে তারপর ট্রেড করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে তারপর ট্রেড করব ।
-
ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস তিন ভাগে আছে যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমরা প্রথম দুই এনালাইসিস সমপরকে মোটা মটি বুঝি ।আর শেষের আনালাইসিস হল আমার ফরেক্স মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে ।এটিও আমি প্রয়োজনীয় মনে করি ।
-
ফ্রেক্স মারকেটে সেন্টিমেন্টাল ভাবে যদি আপনি দুব্রল থাকেন তাহ্লে আপনি ক্খোন ও এই ব্যাবসাই ভাল কিছু ক্রতে পারবেন না ।মারকেটের কন্ডিশ্ন যদি ভাল না থাকে আপনাকে সঠিক ভাবে বুঝে ট্রেড ক্রতে হবে।কাজ ক্রার স্ময় কোন ই্যসু দেখানো ঠিক হবে না । সে জন্য আগে থেকেই মেন্টালিটি সেট ক্রে নিতে হবে।