আমি এড্রেস ভেরিফাই করতে পাচ্ছি না। আমার ডকুমেন্ট আপলোড দিলে তারা রিজেক্ট করে দেয়। কারন হিসেবে বলে ইলেকট্রনিক ডকুমেন্ট এর কারনে রিজেক্ট করছে। তাই খুব ঝামেলায় আছি। বিদ্যুৎ বিলে যদি বাবার নাম আর ঠিকানা থাকে, তাহলে কি ভেরিফাই করা যাবে (এড্রেস ঠিক আছে)?
কারো জানা থাকলে একটু কষ্ট করে ইনবক্স করবেন অথবা এখানে শেয়ার করবেন।

