-
ভাই আমিও আপনার সাথে একমত যে নতুন অবস্থায় স্কালপিং করা আসলেই অনেক ঝুঁকিপূর্ণ। কারন হলো এখানে নতুন ট্রেডার আবেগ দিয়ে সব করতে চায় তারা লোভে পরে যায় এমনকি তারা কোন প্রকার মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা শুরু করে। এবং তার পরিনতি খুবই ভয়াবহ অবস্থা হয়। যদিও অনেক সময় একটু ভালো প্রফিট পাওয়া যায় তবে সেটা খুবই কম। আর ঝুঁকি থাকে ১০০% তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ নতুন দের জন্য লং ট্রেডই সবচেয়ে বেশি ভালো। এতে একটু সময় বেশি লাগলেও ঝুঁকি কম এবং প্রফিটও বেশি। ধন্যবাদ
-
স্ক্যাল্পিং ট্রেড করে যেমন অল্প সময়ে প্রফিট করা যায় ঠিক তেমনি স্ক্যাল্পিং এ ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে। অর্থাৎ স্কাল্পিং ট্রেডিং করার মাধ্যমে একজন ট্রেডার খুব সহজেই ব্যালেন্স জিরো করে ফেলতে পারে, আর নতুন ট্রেডারদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ।কারণ একজন নতুন ট্রেডারের ব্যালেন্সের পরিমাণ যেমন কম থাকে তেমনি তার অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ কম থাকে। এমত অবস্থায় যদি একজন নতুন ট্রেডার স্ক্যাল্পিং ট্রেডিং করে তাহলে লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকবে।অন্যদিকে যেহেতু তার ব্যালেন্স এবং দক্ষতার পরিমাণ কম তাই সে যদি স্ক্যাল্পিং এর পরিবর্তে লং ট্রেডিং করে তবে এটা তার জন্য অনেকটা নিরাপদ। কারণ এতে তার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং সেইসাথে সে মার্কেটে টিকে থেকে ফরেক্সের সম্পর্কে বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে, সাথে সাথে প্রফিট করার মাধ্যমে তার ব্যালেন্স এর পরিমাণ বাড়িয়ে নিতে পারবে। তাছাড়া স্ক্যাল্পিং এর তুলনায় লং ট্রেডে যেহেতু ঝুঁকি কম ।তাই আমার মতে একজন নতুন ট্রেডার কে অবশ্যই স্ক্যাল্পিং পরিহার করে লং ট্রেডিং করাই লাভজনক, এতে করে সে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারবে। তবে হ্যাঁ সে যদি ধীরে ধীরে তার অভিজ্ঞতা ও দক্ষতার সাথে সাথে তার ব্যালেন্সের পরিমাণ কে বাড়িয়ে তুলতে পারে।তাহলে পরবর্তীতে সে তার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ক্যালপিং ফরেক্স থেকে প্রফিট করতে পারবে।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের স্ক্যাল্পিং না করাই ভালো কারণ স্ক্যাল্পিং অনেক রিস্কি। স্কাল্পিং করলে প্রাথমিকভাবে হয়তো প্রচুর লাভ করা যায় বা লাভের আশা করা যায় কিন্তু দীর্ঘমেয়াদিভাবে এতে প্রফিট করা সম্ভব নয়। আমার মতে লং ট্রেড করাকে বেটার একটু ব্যালেন্স বেশি রেখে ছোট ছোট লটে ট্রেড করলে দীর্ঘমেয়াদিভাবে প্রফিট করা সম্ভব যখন আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হয়ে উঠবেন তখন আপনি স্ক্যাল্পিং করতে পারেন।
-
নতুনদের জন্য লং টাইম ট্রেডিং স্ক্যাল্পিং এর চেয়ে বেশি নিরাপদ। কারণ লং টাইম ট্রেডিং এ ঝুঁকি কম। স্কাল্পিং ট্রেডে ঝুঁকি বেশি কারণ স্কাল্পিং খুব ছোট টাইমফ্রেমে করতে হয়। 5 মিনিট থেকে 30 মিনিট এর টাইমফ্রেম গুলোতে সাধারনত স্ক্যাল্পিং করা হয়। দক্ষ ট্রেডার নাহলে স্কাল্পিং থেকে প্রফিট অর্জন করা সহজ নয়। সেজন্য নতুনদের ক্ষেত্রে লং টাইম ট্রেডিং করা উচিত।
-
মানুষের সহজাত প্রবৃতি দ্রুত কিছু লাভ করা। আর এই দ্রুত লাভ করতে গিয়ে অনেকেই ক্ষতির সমমুখীন হন। তাই আমি বলি লং ট্রেড নিরাপদ। লং ট্রেড করার মাধ্যমে পুজি হারানোর ভয় থাকে না। অভিজ্ঞতা না থাকলে স্ক্যাল্পিং করতে গিয়ে একাউন্ট শূন্য হয়ে যায়। যার আমার ক্ষেত্রে ঘটেছে।
-
যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটাই করে মুলত আমাার মনে হয় স্কাল্পিং এর জন্য শর্ট ব্যালেন্স হলেও হয় আর লং ট্রেডের জন্য ব্যালেন্স বড় হওয়া প্রয়োজন। এটা মুেত ব্যালেন্সের উপর ডিপেন্ডেড এবং যার যার দক্ষতা ও মেধার কার্যক্রমের উপর নির্ভর করে।
-
স্ক্যাল্পিং হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেড ওপেন এবং ক্লোজ করা। স্ক্যাল্পিং মূলত বড় লটে ওপেন করা হয় মাত্র ১৫-২০ পিপসের জন্য। এটা একটি বিপজ্জনক স্ট্রেটেজি নতুনদের জন্য। আর লং ট্রেড অনেক সময় ধরে ভেবেচিন্তে করা হয়। এটা অনেকটাই সেফ। এজন্য আমি মনে করি নতুনদের ছোট ছোট লটে লং ট্রেড করা উচিত । আর অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডাররা যেমন খুশি করতে পারে।
-
বৈদেশিক মুদ্রা হার্ড এবং অর্থ ও অর্থনীতি সম্পর্কে পূর্বের জ্ঞান বা শিক্ষা ব্যতিরেকে কেউ এই ব্যবসায় প্রবেশ করতে পারে না, যদি কেউ নিজেরাই শেখার চেষ্টা করে তবে এটি সম্ভব তবে দীর্ঘ সময় লাগবে, তবে অনুশীলন সর্বদা প্রয়োজনীয় এমনকি আমাদের জ্ঞান এবং শিক্ষাও রয়েছে, যে কেউ পেশাদার হয়ে উঠলে তিনি আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য করতে পারেন এবং ধারাবাহিক মুনাফা অর্জন করতে পারেন।
-
প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি আমার মনে হয় আমরা লং ট্রেডই বেশি করি। আমি ব্যক্তিগতভাবে লং ট্রেডই বেশি করি তবে মাঝে মাঝে স্কালপিংও করি। তবে যারা ফরেক্সে একেবারে নতুন তাদের জন্য আমার অনুরোধ হলো তারা যাতে স্কালপিং না করে লং ট্রেড করে কারন অনভিজ্ঞ নতুন ট্রেডাররা হয়তো স্কালপিং করে প্রথম প্রথম কিছুটা লাভ করলেও দীর্ঘমেয়াদিভাবে সফল হতে পারবে না এতে হিতে বিপরিত হবার সম্ভাবনাই বেশি।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং এ মার্কেটে অনেক দ্রুত পরিবর্তন হয়,অনেক দ্রুত ওঠানামা করে।বিধায় একজন নতুন ট্রেডারের পক্ষে স্কাল্পিং এ ট্রেডিং করা অনেকটাই ঝুঁকির।কেননা একজন নতুন ট্রেডার কখনোই একজন অভিজ্ঞ ট্রেডারের মত দক্ষ ও অভিজ্ঞ থাকে না।এবং সে মানসিক ভাবেও ততটা শক্তিশালী থাকে না।তাই মার্কেট যখন সামান্য পরিবর্তনেও যাবে,তখনই তার ভেতর একটা মানসিক চাপ সৃষ্টি হবে।এবং সে ট্রেড ক্লোজ করে দেবে,যে এই বুঝি আমার ট্রেড লস হয়ে গেল।কিন্তু দেখা যাবে পরক্ষণেই মার্কেট পরিবর্তন হয়ে,আবার বিপরীতে চলে গেছে।তাই নতুন ট্রেডারদের উচিত শুরুতেই স্ক্যাল্পিং এর দিকে খেয়াল না করে,লং টাইম-ফ্রেমে ট্রেড করা।কেননা এতে করে মার্কেটের দীর্ঘ সময়ের পরিবর্তন সম্পর্কে ধারণা হবে।এবং আস্তে আস্তে মানসিকভাবেও শক্তিশালী হয়ে উঠবে।