আমি ফরেক্স লসের কারণ হিসেবে উপরিওক্ত ৫ টি কারণ উল্লেখ করেছিলাম আমার আরেকটি পোস্টে । আসলে এই কারণগুলিই আমাদের ট্রেডিং একাউন্ট জিরো হওয়ার অন্যতম প্রধান কারণ । তবে উপরিওক্ত কারন গুলির সাথে আরও কিছু বিষয় যুক্ত করা যেতে পারে ।
Printable View
অতি লোভ, আবেগ দিয়ে ট্রেড ওপেন করা, মনগড়া ট্রেড পরিচালনা করা, মানিমেনেজমান্ট না করা, সল্প পুজি নিয়ে ট্রেড আরাম্ভ করা, পরের কথা ভলিউম বেশি নেওয়া, বেশি লসে ট্রেড দরে রাখা, টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস না বুজে ট্রেড করা, টিপি আর স্টোপ লস ব্যবহার না করা ইত্যাদি।
আমার মনে হয়,
যে যে কারণে ট্রেডিং অ্যাকাউন্ট জিরো হয় তা নিচে দেওয়া হল:
১। ধয্য না থাকার কারণে।
২।বেশি লোভের কারণে।
৩। না বুঝে ট্রেড করার কারণে।
৪। মানি ম্যানেজমেন্ট না মানার কারণ।
৫। এক সাথে বেশি ট্রেড করার কারণে।
৬। অল্প ব্যালেন্স নিয়ে বেশি ট্রেড ওপেন করান কারণে।
বন্ধুরা আপনাদের মতে আর কোন কারণ আছে কি????
ভাই ট্রেডিং অ্যাকাউন্ট এর মূলধন জিরো হবার অনেক কারনই আছে । তার মধ্যে প্রধান ২ টি কারণ হল লোভ এর ওভার ট্রেডিং । আমরা যদি আমাদের লোভ নিয়ন্ত্রন করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি তাহলে আমি সিউর করে বলতে পারি ধীরে সুস্তে ট্রেড করলে কখনই অ্যাকাউন্ট জিরো হবে না । আর একটা কারণ হল ওভার ট্রেডিং । ট্রেডিং এ লস হবে । খেয়াল রাখতে হবে যে সেই লস পোষাতে গিয়ে যেন বেশি ট্রেড না করে ফেলি । তাহলেই আমি মনে করি অ্যাকাউন্ট নিরাপদে থাকবে ।
নিজের কিছু ভুলের কারনে একাউন্ট জিরো হয়। ট্রেড বেশি করে ধরার কারনে। অল্পো বিনোয়োগ করে বেশি লাভ করার আশায়।এভাবে দ্রুত ঝরে যায়।
হ্যাঁ আমাদের শিখার প্রক্রিয়াটি জরুরী বিষয়টিতে ফোকাস করা দরকার এবং ডেমোতে অনুশীলন করতে এবং ফরেক্স সম্পর্কে আরও শিখতে পারি এবং সঠিক সময়ে ট্রেড করার জন্য আমাদের তথ্য সরবরাহ করতে হবে এবং তারপরে আমরা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সহজেই ফোকাস করতে পারি এটি অত্যাবশ্যক তবে আমরা কোনও ভয় পেতে পারি না লোকসান লার্নিং হ'ল সেরা অস্ত্র যা আমাদের এই ব্যবসায় সাফল্য দেবে
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডার কোন না কোন সময় নিজের মূলধন শূন্য করে ফেলে। কারণ ফরেক্স মার্কেট এমন এক ধরনের ব্যবসা যেখানে কয়েকটি নিয়ম অনুসরণ না করলে আমাদের মূলধন শূন্য হবেই। এসকল নিয়মগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম হলো ভালোভাবে মার্কেট এনালাইসিস করা, সঠিক মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডিং করা, ওভার লটে ট্রেডিং না করা, ধৈর্যশীল হয়ে ট্রেডিং করা, কখনোই লোভ না করা, প্রতিটি ট্রেডে স্বল্প পরিমাণ ঝুঁকি নিয়ে ট্রেডিং করা। ফরেক্স মার্কেটের 95 শতাংশ ট্রেডার লস করে থাকেন। কারণ আমরা সঠিকভাবে ফরেক্স ট্রেডিং করিনা। আমরা যদি সঠিকভাবে ফরেক্স ট্রেডিং করতাম তাহলে সবাই ফরেক্স থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে পারতাম।
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই এখানে টিকে থাকাটা চ্যালেঞ্জের বিষয়। অনেকেই অল্প সময়ের মধ্যে ব্যালেন্স শূন্য করে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়। তবে ব্যালেন্স শূন্য হওয়ার কিছু কারণ আছে। এইগুলি আলোচনা করা হলো;
১. দক্ষতার অভাব কিংবা ফরেক্স এর উপর প্রশিক্ষণ না নিয়ে যারা লাইভ ট্রেডিং করতে আসেন। তাদের অজ্ঞতার কারণে ভুল ট্রেডিং এর জন্য ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে।
২. মানি ম্যানেজমেন্ট না মানা এবং বেশি লট নিয়ে ট্রেড করার কারণেও মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে।
৩. মার্কেট এনালাইসিস করতে ব্যর্থ হওয়া কিংবা এনালাইসিস না করে ভুল সময়ে ট্রেড করার কারণেও মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে যাওয়ার কারণে ব্যালান্স শূন্য হয়ে যেতে পারে।
৪. অতিরিক্ত লোভও ব্যালান্স শূন্য হওয়ার কারণ।
৫. সিগন্যালের উপর নির্ভরশীল হওয়ার কারণে সঠিক সময়ে ট্রেড না করতে পারলেও ব্যালেন্স 0 হতে পারে।
৬. ধৈর্যের অভাব ইত্যাদির কারণে ব্যালেন্স 0 হতে পারে।
নির্দিষ্ট কোন কারণ নেই ফরেক্স ব্যালেন্স জিরো হওয়ার। ব্যালেন্স জিরো হওয়ার অনেক কারণ থাকতে পারে সেগুলোর মধ্যে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম না মেনে ট্রেড করাটা কে আমি বিশেষ ভাবে গুরুত্ব দিব। আর একটি কারন হচ্ছে-অতিরিক্ত লোভ।
অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন সবগুলো পয়েন্টই গুরুত্বপূর্ণ একজন ট্রেডারের জন্য। কারন এসকল ভুলেই একজন ট্রেডার মার্কেট থেকে ছিটকে পড়ে একাউন্ট শুন্য করে। তাই আমাদেরকে এসকল কিছু মেইনটেইন করেই চলতে হবে বিশেষ করে মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে, স্টপলস টেক প্রফিট ব্যাবহার করতে হবে, নির্দিষ্ট লটে ট্রেড করতে হবে, ওভার ট্রেডিং থেকে বিরত থাকতে হবে সর্বোপরি লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে।