আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার জানা নাই যে ফরেক্স ট্রেডিং মার্কেট ছাড়া ও অন্য কোথাও ট্রেড করা যায় কি না । আমি একজন নতুন ট্রেডার বলে আমার এই ফরেক্স মার্কেটে অনেক বিষয়ে অজানা এবং জানার চেষ্টা করতে ও ভয় লাগে । যদি কিনা একাউন্ট ব্লগ হয়ে যায় এই ভয়তে । আমি আপনাদের নিকট সাহায্য কামনা করতেছি যে,,, যদি আপনাদের এই বিষয়ে ভালো করে ধারণা থেকে তাহলে অবশ্যই জানাবেন,,,, ধন্যবাদ ।