মোনে হছে প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা অনেক ভাল কাজ করে । কিন্তু কেউকি আমাকে জানাতে পারেন যে আমি কি করে এটা আমার চাটে যওগ করতে পারি। এবং এটার আর কি কি শুভিদা আসে জানালে খুশি হব।
Printable View
মোনে হছে প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা অনেক ভাল কাজ করে । কিন্তু কেউকি আমাকে জানাতে পারেন যে আমি কি করে এটা আমার চাটে যওগ করতে পারি। এবং এটার আর কি কি শুভিদা আসে জানালে খুশি হব।
আমার কাছে এই সকল এনালাইসিস ভাল লাগেনা কারন অনেক সময় অতিরিক্ত পড়তে থাকে কিন্তু মার্কেটে সামান্য উথান পতনে বিভিন্ন ক্যান্ডেল স্টিক ভুল সিহনাল দে।। তবে পেরাবুলিক এসার কিছুটা হলেও সঠিক দেয় তারপরও আমাদের কে সব সময় ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা হয়,তাই ফরেক্স মার্কেটে প্যারাবলিক স্যার এমন একটি ইন্ডিকেটর যা দিয়ে আমরা ট্রেডিং করতে পারি,তাই ফরেক্স মার্কেটে আমি ট্রেডিং করতে ব্যাবহার করি বলিংগার ব্যান্ড ব্যাবহার করে ট্রেডিং করতে পারি,এই জন্য আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং অপেনিং করে থাকি।
আমি মুলত প্যারাবোলিক ব্যবহার করেই ট্রেড করি। তবে এর ব্যবহারে অনেক ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রতিটি ট্রেডেই যে তৃতীয় sar থেকে রিভার্সাল শুরু হবে এমন কোন শতভাগ নিশ্চয়তা নেই। তবে মার্কেট বুঝতে পারলে এই পদ্ধতিতে 70 : 30 অনুপাতে লাভ এবং লস করা যায়। ভাগ্য ভাল হলে শতভাগ প্রফিটও করা যায় । তবে তার জন্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। মোট কথা অভিজ্ঞতা ছাড়া কোন সিস্টেমই এখানে চলে না।
আসলে প্যরাবুলিক সার কে বলা হয়ে থাকে মার্কেট এর স্যার। তাই এটাকে সঠিক ভাবে ব্যবহার করা শিখতে হবে। যখন ট্রেন্ড পরিবর্তন হবে তখন প্যারাবুলিক সার এর ডট গুলো উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে তখনই বের হয়ে যাবার আদর্শ সময়।
ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এ নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে । কোন নির্দিষ্ট টাইম্ফ্রেম এ শুরুতে যদি পয়েন্ট যদি ক্যান্ডেল এর নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটি উপরের দিকে উঠবে ার পয়েন্ট যদি উপরের দিকে পরে তাহলে বুঝতে হবে যে ক্যান্ডেলটি নিচের দিকে নামবে । এভাবেই আমরা মার্কেট এ নতুন কোন টড়েন্ড শুরু হলেও সেটা বুঝতে পারব ।
আমরা এই ইন্ডিকেটরের সাহায্যে ট্রেন্ড এর পরিবর্তন বুঝতে পারি । এই ইন্ডিকেটরটি প্রতিটি ক্যান্ডেল এর শুরুতে একটি করে পয়েন্ট সেট করে । এই পয়েন্টটি যদি ক্যান্ডেল এর উপরে পরে তাহলে এটি সেল নির্দেশ করে আর যদি পয়েন্ট নিচে পড়ে তাহলে এটি বাই নির্দেশ করে । আর এই ইন্ডিকেটর যদি আআমদের ট্রেড এর বিপরীতে সিগ্ন্যাল দেয় তাহলে আমাদের ট্রেডটি ক্লোজ করা উচিত কারন তখন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে ।
ফরেক্স মার্কেটে আমি শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি।আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেডে এন্টি নিই তখন কয়েকটি ইন্ডিকেটরের সাহায্য নিই এবং ট্রেড ক্লোজ কার সময়ও উক্ত ইন্ডিকেটরের সাহায়্য নিয়ে থাকি।হন্ডিকেটর গুলো হল বলিঙ্গার ব্যান্ড এবং মুভিং এভারেজ।
ফরেক্স ট্রেডে কোনোও ইনডিকেটরই সঠিকভাবে ও নিয়মিত ট্রেডিং ডিরেকশান বা এন্ট্রী নির্দেশনা করতে পারেনা৷এই Parabolic Sar ই বলেন আর যাই বলেন কোনোও ইনডিকেটরই পারফেক্ট সিগনাল দিতে পারে না৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷দেখেন-যাচাই করেন,সময়েই প্রকৃত সত্যটা জেনে যাবেন৷