-
আসলে কোন কঠিন না. আপনি যদি ভাল ভাবে না জাননেন তাহলে আপনার কাছে কঠিন লাগতে পারেন.যাদের নিয়মিত লস হচ্ছে তার কারন তাদের ভুল সিদ্ধান্ত এর কারনে .এবং তাদের অভিজ্ঞতা না থাকার কারনে. আমি মনে করি আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনার লস হবে না বরং আপনার লাভ হবে .আপনি আগে ভাল করে বুঝেন.
-
অনভিজ্ঞ ট্রেডারদের কাছে ফরেক্স ট্রেডিং কঠিন মনে হয়, কারন অধিকাংশ ফরেক্স ট্রেডররাই এই বাজার সম্পর্কে জানে না বা অনভিজ্ঞ। বেশিরভাগ ট্রেডার এই বাজারে প্রবেশ করেই বা বিনিয়োগ করেই লাভ করার চেষ্টা শুরু করে দেয় আর সে কারনেই তারা লস করে।
-
পৃথিবীতে সকল কাজ কঠিন তবে তা সহজ করে নিতে হয়। ফরেক্স কঠিন মনে হয় নতুনদের কাছে কিন্তু বাস্তবে আসলে তা নয়। ফরেক্সে কিছু সময় দেয়ার পরে আর তা মনে হবে না... বলে আমি মনে করি।
-
আমার মতে পৃথিবীতে কোন কাজই সহজ নয় । সব কাজই কঠিন কিন্তু নিজেদের কৌশল ও বুদ্ধির মাধ্যমে সবাই তা উন্নতি করতে পারে । ঠিক ফরক্সে মারকের্টে অনেকে লস করে আবার অনেকে লস করে ...তাই বলে ফরক্সে যে কঠিন সবে তা না ফরক্সে কে নিজের আয়ত্তে আনতে হবে বাল করে ফরেক্স শিখতে হবে তাহলেই ফরেক্স আর কঠিন মনে হবে না ।
-
ফরেক্স মার্কেটে অনেকেই প্রতিনিয়ত লস করেন এবং এদের সংখা ৮০% এরও বেশী, এদের কাছে ফরেক্স অবশ্যই কঠিন। আমি নিজেও যেহেতু অসংখ্য বার লস করেছি তারপরেও আমি ফরেক্সকে কঠিন মনে করি না। কারন ফরেক্সে আমাদের লসের কারন আমাদের অদক্ষতা ও অনভিজ্ঞতা । তাই যদি ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যায় তাহলে ফরেক্স একটি সহজ ব্যবসা।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করা অনেক কঠিন । কারণ ফরেক্স এমন একটি ব্যবসা এখানে কায়িক পরিশ্রম করতে হয়না এখানে যেটুকু পরিশ্রম করতে হয় তার সব টুকুই জ্ঞানের পরিশ্রম। ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দেবে যে যত বেশি জ্ঞান ব্যয় করবে সে তত ভাল ট্রেড করতে পারবে। আর যে ভাল ট্রেড করতে পারবে সেই আয় করতে পারবে। আর নয়ত লস হবে । তখন ফরেক্স মার্কেট অনেক কঠিন মনে হবে।
-
অামি মনে করি যারা ফরেক্স কে কঠিন চোখে দেখে সারা জীবন তাদের কাছে ফরেক্স কঠিন হবে ফরেক্স কঠিন না শুধু একটু বুদ্ধি বিবেচনা করে ফরেক্স করলে কঠিন জবে না ৷ শেখার শুরুতে সব কিছুই একটু কঠিন মনে হবে ৷
-
চেষ্টা করলে কোন কাজ এই কঠিন না। পরিস্রম করলে সফলতা আসবেই। আপনি যদি ফরেক্স ভালো মত বুজতে পারেন এবং নিয়ম কানুন গুলো ঠিকমতো রপ্ত করতে পারেন তাহলে ফরেক্স অনেক সোজা লাগবে।
-
না বন্ধু ফরেক্স ট্রেড করা কঠিন কোন কাজ নয় বরং বেশ সহজ তবে ট্রেড সফল ভাবে করে লাভ করার জন্য যে ট্রেডিং কৗশল সেটা আয়ত্বকরা বা ট্রেডিং দক্ষতা বৃদ্দিকরা অনেক কঠিন কাজ, তবে যদি আপনি মনদিয়ে অনুশীলন করেন তবে সহজ হবে বলে আশা করি। ধন্যবাদ।
-
আমি বলব ফরেক্স ফরেক্স কনো কঠিন নয়,তবে ভাল ভাবে সিখতে হবে।না জেনে না বুঝে ট্রেড করলে আপনাকে সব লস করতে হবে।