আমাদের একটা ব্যাক্তি গত ডুকুমেন থাকে সেটা হয়ত পাসপোর্ট বা বোটার আইডি। আমাদের বোটার আইডি করতে হলে অনেক সমস্যা হয় কিন্তু আপনি একটা পাসপোর্ট করতে পারেন সেটা আপনার সারা জীবনের জন্য কাজে আসবে। সেই পাসপোর্ট দিয়ে আপনার একাউন্ট ভেরিপাই করতে পারেন।
Printable View
আমাদের একটা ব্যাক্তি গত ডুকুমেন থাকে সেটা হয়ত পাসপোর্ট বা বোটার আইডি। আমাদের বোটার আইডি করতে হলে অনেক সমস্যা হয় কিন্তু আপনি একটা পাসপোর্ট করতে পারেন সেটা আপনার সারা জীবনের জন্য কাজে আসবে। সেই পাসপোর্ট দিয়ে আপনার একাউন্ট ভেরিপাই করতে পারেন।
ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট খুলতে গেলে আপনাকে দুটি লেভেল ভেরিফাই করতে হবে।প্রথম লেভেলে আপনার ন্যাশনল আইডিকার্ডর স্কান করে আপলোড রতে হবে এবং দ্বিতীয় লেভেল আপনার নামে খোলা ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট নিয়ে আপলোড করতে হবে।আপনার বয়স দি ১৮ নিচে হয় তাহলে আপনি ফরেক্স করতে পারেন না।কারন আপনার ন্যাশনাল আইডিকার্ড নেই।আর ন্যাশনাল আইডি কার্ড ছারা আপনা একাউন্টের প্রথম লেভেন ভেরিফাই হবেনা।
অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকলেও আপনি ট্রেড করতে পারবেন । প্রফিটও করতে পারবেন। তবে উইথড্র করতে পারবেননা । তাই বোনাস দিয়ে ট্রেড করা ছাড়াও যদি রিয়েলে ইনভেস্ট করে ট্রেড করতে চান তবে অ্যাকাউন্ট ভেরিফাইড করে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ হবে । আর অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে আপনাকে দুটি লেভেল ভেরিফাইড করতে হবে । প্রথম লেভেল হচ্ছে আপনার ন্যাশনাল আইডি দিয়ে দ্বিতীয় লেভেল হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন যা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হয় ।
আপনার ভেরিফাই করা ডকুমেন্ট না থাকলে ভেরিফিই করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো তৈরি করেন । কারন ভেরিফাই করা ছাড়া ফরেক্স ট্রেডিং এর কোথায়ও আপনি ভাল ফলাফল পাবেন না । তাই একটু কষ্ট করে হলে ডকুমেন্ট তৈরি করে ফেলুন । আর যদি বেশি তাড়াতাড়ি করতে হয় যার ডকুমেন্ট আছে তারটা দিয়ে শুরু করুন ।
আপনি আপনার ঘরের অন্য কারও ডকুমেন্ট ব্যবহার করতে পারেন।সেটা হতে পারে আপনার পিতা মাতা বা ভাই বোনের।তাদের নামে একাউন্ট খুলে আপনি সহজেই আপনার একাউন্ট ভেরিফাই করে নিতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ভেরিফাি করতে হয় তবে কিছু ব্রোকারের ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে আপনাকে ডলার উঠাতে হলে ভেরিফাই করতে হয়। কারন আপনি ঠিকানা দিয়েছেন সেটা তারা যাচাআ করে। ভেরিফাই করলে আমাদের জন্য ভাল হবে।
ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে আপনাকে ফেরেক্স একাউন্টের দুটি লেভেল ভেরিফাই রতে হবে।সাধারনত ফরেক্স মার্কেটে একাউন্টের প্রথম লেভেল ভেরিফাই করলেই আপনি ট্রেড করতে পারবেন।তবে দ্বিতীয় স্তর ভেরিফাই না করলে আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বন্চিত হবেন।আর আপনর যদি ফরেক্সে ভেরিফাই করার ডুকুমেন্ট না থাকলে আপনা উচিত হবে ভেরিফাই ডুকুমেন্ট তৈরি করে নেওয়া।
আপনার ভেরিফােই করার মত ডদি কোন ডকুমেন্চ নাই থেকে থাকে ,তবে আপনি আপনার বাড়ির অন্য কোন সদস্য যার ডকুমেন্ট আছে এবং আপনাকে ব্যবহার করতে দিবে তার নামে একাউন্ট করে আপনি তার ডকুমেন্ট দিয়ে ভেরিফািই করে নিতে পারেন । এভাবে করতে আপনা কে কোন ঝামিরাও পোহাতে হবে না ।
আমার জানা মতে একাউন্ট বেরিপাই করার জন্য আইডি কার্ড, বা পাসপোর্টের স্কেন কপি দিয়ে প্রথম লেভেল বেরিপাই করতে পারেন,সেকেন্ড লেভেল ভেরিপাই করতে ব্যাংক স্টেটমেন বা বিলের কপি আপলোড করতে হবে।অন্যথাই আমার জানা নেই।
আপনার ভেরিভাই করার উপযুক্ত ডকুমেন্টস না থাকলে আপনার নামে ট্রেডিং একাউন্ট খুলার দরকার নাই। ডলার উত্তোলনের সময় ঝামেলায় পড়ে যাবেন। এক্ষেত্রে আপনি আপনার বাবা বা বড় ভাইয়ের নামে ট্রেডিং একাউন্ট খুলে ট্রেড করতে পারেন, যদি তাদের নামে উপযুক্ত ভেরিফাই করার ডকুমেন্টস থাকে।