-
আপনি নিউজ বুঝবেন , GBP এর Bad for currency আসায় GBP এর জন্য খারাপ নিউজ। তাই GBP এর পেয়ারগুলোতে এর ইফেক্ট পড়বে। যেমন, GBPUSD কমতে পারে, EURGBP বাড়তে পারে ইত্যাদি। কিন্তু সবসময় যে নিউজ এর ইফেক্ট হয় তা কিন্তু নয়, অনেক সময় বিপরীত ইফেক্টও হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে নিউজটা খুব প্রভাব পরে আর আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তখন আপনি লক্ষ করেই ট্রেড করতে হবে যে ফুরেক্স মার্কেট নিউজের ফলে কোন দিকে যাচ্ছে। যদি ভাল করে নিউজ বুঝতে পারেন তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি অনেক ভাল লাভ করতে পারবেন।
-
নিউজ এ যে দেশের পক্ষে নিউজ আসে তখন সে অনেক শক্তিশালী হয় আর পেয়ার এর তার নিজের দিকে টানতে থাকে। তাই যদি ভাল নিউজ আসে তাহলে তার পক্ষেই ট্রেড এ এন্ট্রি নিবেন। কিন্তু কখনো কখনো উল্টোটা হয়। তাই স্টপ লস ব্যাবহার করতে হয় যাতে লসে হলেও বেশি লস না হয়।
-
নিউজ থেকে আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি।ফলে একটি নিউজ রিলিজ হওয়ার পর ,ঐ নিউজ টি নির্ধারিত কারেন্সির উপর কতটা যৌক্তিক প্রভাব ফেলে তা বুঝতে আমার দুটি সুত্র ফলো করবো। 1)একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি । 2)একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি ।
-
নিউজ বুঝতে হলে , আমাদের তিনটি বিষয় জানতে হবে। তা হচ্ছে Previous, Forecast, ও actual । এখানে Previous হল এর আগে যখন নিউজটি পাবলিশ হয়েছিল, তখন যে রেসাল্ট এসেছিল । Forecast দিয়ে বোঝায় এবার ধারনা করা হচ্ছে যে নিউজটির রেসাল্ট যা আসতে পারে। আর Actual হল এবার যে ফলাফল আসবে।Actual এ এবার যে ফলাফল আসবে, তা পরবর্তী নিউজে Previous হবে।
-
এটাতো একদম সোজা।ধরুণ একটা পেয়ার হচ্ছে eur/usd।এখন একটা নিউজ দেখলেন যে eur তে বেশি ইম্পেক্ট দিচ্ছি যা লাল রং দিয়ে চিহ্নিত।সুতরা যেসব পেয়ারে eur/usd এর মত eur আগে আছে সেসব পেয়ার উপরের দিকে যাবে।আর অন্যগুলো নিচের দিকে যাবে।
-
ফরেক্স মার্কেটে নিউজ এর গুরত্ত্ব অপরিসীম ।ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে।এবং সেই নিউজ অনুযায়ী ট্রেড করে প্রফিট করা যায়।
-
নিউজ ইমপেক্ট এর জাস্ট ২ মিনিট আগে আপনি ১৫-২০ পিপস বাই স্টপ সেট করবেন এবং ১০-১৫ নিচে সেল স্টপ স্টেট করবেন । কারন নিউজ রিলিজ হলে যে ইমপেক্ট হয় তখন ট্রেড ওপেন করা যায় না। বার বার রিকট চায় । তারপরে প্রথম স্পাইক যে দিকে হবে সেই অর্ডার টা রেখে অন্য আডার টা ক্লজ করে দিবেন । এ ক্ষেত্রে নিউজ না বুজলেও অসুবিধা নেই।
-
ফরেক্স মার্কেট এ ভালো করতে হলে নিউজ ট্রেড টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ন।। তাই নিউজ বুঝা জরুরি।। নিউজ প্রকাশ হওয়ার পূর্বে আনুমানিক ধারনা দেওয়া হয়।। আর প্রকাশ হওয়ার পর যদি ফলাফল ধারনার চেয়ে বেশি হয় তাহলে ক্যন্ডেল বুলস , নইয়তো বেয়ার।।
-
ফরেক্স মার্কেটে ট্রেডের গুরুত্বপুর্ণ মোলিক কয়েকটি কাজ হল নিউজ ট্রেড আমাদের কে ট্রেড করতে হলে নিউজ সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেটে তিন ধরনের নিউজ রিলিজ হয়।