-
ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরী। কারণ ভেরিফাইড একাউন্ট ছাড়া প্রফিট উত্তোলন করা যায় না। সে ক্ষেত্রে প্রফিট উত্তোলন করতে হলে আপনার ট্রেডিং একাউন্টটি মিনিমাম দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফাইড থাকতে হবে। ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট তৃতীয় লেভেল পর্যন্ত ভেরিফাইড করতে হয়। প্রথম লেভেলে আপনার ছবি সহ যেকোনো পরিচয় পত্র যেমন ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের উভয় পাশের স্ক্যান কপিসহ হাতে ধরে তোলা ছবি আপলোড করতে হয়। প্রথম লেভেল ভেরিফাইড হওয়ার পর দ্বিতীয় লেভেলে আপনার লোকেশন ভেরিফিকেশন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ইনকাম ট্যাক্সের টিআইএন আই ডি অথবা প্রথম লেভেলে ভেরিফিকেশন করার জন্যে যে পরিচয় পত্র টি ব্যবহার করেছেন ওই টা বাদে অন্য যেকোনো পরিচয় পত্র বিএফ ভেরিফিকেশন করা যায়। দ্বিতীয় লেভেল ভেরিফাইড হলে তৃতীয় লেভেল বা টপ লেভেল ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেল যে পরিচয় পত্র দিয়ে ভেরিফিকেশন করেছেন ওইটাই আপলোড করতে হয়।তারপর আপনাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে।তারপর ইমেলে মেসেজ আসবে যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে কিনা
-
আমি ইন্সটা ফরেক্স এ আমার কিলায়েন্ট কেবিনেট এ দুইটি ডকুমেন্টস আপলোড এর জায়গা ওপেন পাচ্ছি,কিন্তু থার্ড লেভেল টি পাচ্ছিনা,আমি থার্ড লেভেল এর জন্য যেই ডকুমেন্ট লাগে তা ফার্স্ট লেভেল এর সাথে দিয়েছি আপলোড,তাহলে আমার একাউন্ট এ কোন প্রবলেম হবে।
-
ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য ৩ টি স্টেপ পূরন করতে হয়।প্রথম স্টেপে ভোটার আইডি কার্ডটি ডান হাতে ধরে বুকের সামনে এনে আইডি কার্ডটি যার থাকবে তার অরিজিনাল ছবিটি তুলে স্কান করে আপলোড করতে হবে।তারপর আইডি কার্ডটির দুই সাইডের ছবি তুলে স্কান করে আপলোড করতে হবে। দ্বিতীয় স্টেপে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট স্কান করে আপলোড দিতে হবে।তবে প্রথম স্টেপ ভেরিফাই না হওয়া পর্যন্ত ২য় স্টেপ ভেরিফাই না হওয়া পর্যন্ত ৩ য় স্টেপ আপলোড করা যাবে না।আমি ২ টি স্টেপ ই জানি। ৩ য় স্টেপটি অন্যদের থেকে জেনে নিবেন।
-
হ্যাঁ, আমার প্রিয় ভাই, আপনি যদি ঠিক থাকেন তবে আমি আপনার আনুগত্য করব ইন্সটাফরেক্সের অ্যাকাউন্টে আমাকে যাচাইয়ের নিয়ম এবং আমার প্রতিটি আইন মেনে চলতে হবে এবং আমাকে কর্মীদের অ্যাকাউন্ট যাচাই করতে হবে। সাফল্য অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রমও করতে হবে