-
বিপদে বটের ছায়া বন্ধু।সুখের ওদুঃখের চিরও সাথী বন্ধু।বন্ধু ছাড়া জীবন অচল।ভালোবাসা ছাড়া যেমন জীবন বাচে না ঠিক তেমনি ভালো বন্ধু ছাড়া একা পথ চলা যায়না।আর সেই পথপরিচায়ক হলো ফরেক্স।যে ছায়া হয়ে আছে আমাদের। ফরেক্স আমাদেরআলোর সাথী।ফরেক্সকে সবসময় সাথী হিসেবে পাশে চাইলে ভালো করে ফরেক্স ট্রেড করতে হবে।ফরেক্স বিষয়ে বেশী করে লানিং করতে হবে।দক্ষ তা বাড়াতে হবে।
-
বিপদে বটের ছায়া বন্ধু।সুখের ওদুঃখের চিরও সাথী বন্ধু।বন্ধু ছাড়া জীবন অচল।ভালোবাসা ছাড়া যেমন জীবন বাচে না ঠিক তেমনি ভালো বন্ধু ছাড়া একা পথ চলা যায়না।আর সেই পথপরিচায়ক হলো ফরেক্স।যে ছায়া হয়ে আছে আমাদের। ফরেক্স আমাদেরআলোর সাথী।ফরেক্সকে সবসময় সাথী হিসেবে পাশে চাইলে ভালো করে ফরেক্স ট্রেড করতে হবে।ফরেক্স বিষয়ে বেশী করে লানিং করতে হবে।দক্ষ তা বাড়াতে হবে।তুই তো আমার ব্রেস্ট ফ্রের্ড।
-
অবশ্যই পারে ফরেক্স সব সময়ের বন্ধু হতে। কারণ আমি মনে করি এখন যেহেতু ইন্টার নেটের জগত এবং সকলের প্রায় মোবাইল হাতে থাকে সেহেতু সকলে সব সময় নেটে ঢুকে ফোরামের সাথে বন্ধুত্ব রাখতে পারে এবং ফরেক্স বিষয়ে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন এবং ফরেক্স সম্পর্কে আর জানার সুযোগ হবে।
-
ফরেক্স সব সময়ের বন্ধু হতে পারে। যদি আপনি সেটাকে ভালবাসতে পারেন। ভালভাবে শিখতে পারেন,বুঝতে পারেন এবং দক্ষ হযে উঠতে পারেন তাহলে সব সময়ের জন্য বন্ধু হিসাবে নিতে পারেন । কারণ যে বন্ধু আপনার সুখে দু:খে সব সময় আপনাকে উপকার করবে বা বিপদে আপদে পাশে দাড়াবে সেই তো প্রকৃত বন্ধু । সেই হিসাবে ফরেক্স আপনার সুবিধা -অসুবিধা সব অবস্থায়ে এর মাধ্যমে উপকৃত হতে পারেন। এই ব্যবসার মাধ্যমে যে কোন সময় প্রফিট করতে পারবেন।
-
হুম, অবশ্যই ফরেক্স হচ্ছে আমাদের পরম বন্ধু। এখানে কাজ করতে গিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে ফরেক্স এর সাথে। এখানে আমরা যারা ক্যারিয়ার গড়ে তুলতে চাই তাদের বহু পথ চলতে হবে ফরেক্স এর সাথে। ফরেক্স কে সঙ্গী করে এগিয়ে যেতে চাই দুর্বার গতিতে।
-
ফরেক্স আমাদের পরম ব্ন্ধু। কারণ আমরা সব সময় এই ব্যাবসা কম্পিউটার/মোবাইল থাকলেই করতে পারি। যে আমাদের সব সময় সঙ্গ দেয় এমনকি সুকে দু:খে ঘুমন্ত জাগ্রত যে কোন অবস্থায় আমাদের পাশে থাকে সেই তো আমার পরম বন্ধু । সুতরাং ফরেক্সকে আমরা সব সময়ের বন্ধু হিসাবে নিয়েছি । আশা করি এই বন্ধু আমাদের সাথে বেঈমানী করবে না।
-
জী হ্যা ফরেক্স কে আমরা আমাদের সব সময়ের বন্ধু হিসেবে বেছে নিতে পারি,কিন্তু আপনি যদি ফরেক্স কে সব সময় এর জন্য পেতে চান বা বন্ধু হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে অব্যশই ফরেক্স এর বেসিক ভালো ভাবে লার্নিং করতে হবে,কারণ ফরেক্স বন্ধুর সঠিক ব্যবহার এর জন্য বেসিক জানা আবশ্যক
-
ব্যবসায় আবেগ চলে না তাই ব্যবসার ক্ষেত্রে আবেগী না হয়ে আমাদের সমউ উপযোগী সিদ্ধান্ত নেয়াটা শিখতে হবে । তাই ফরেক্স আমাদের বন্ধু হবে না শত্রু হবে এই ধরনের অবান্তর চিন্তা না করে ব্যবসাটিকে একজন ব্যবসায়িকের দৃষ্টিকোণ থেকে দেখাটা শিখুন এবং সেইভাবে ব্যবসাটি পরিচালনা করা শিখুন । আবেগ দিয়ে আর যাই হোক ফরেক্স করা সম্ভব নয় । তাই আবাগ নিয়ন্ত্রন করা আগে শিখতে হবে তারপর ট্রেড করতে হবে ।
-
অবশ্যই ফরেক্স আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে থাকে সবসময় এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতেও ফরেক্স কে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ফরেক্স কথা বলতে পারে না বা কিছু প্রকাশ করতে পারে না তবুও এটি আমাদের অনেক সমস্যার সমাধান হিসেবে কাজ করে। আমাদের অনেক প্রয়োজনীয় ফরেক্স আমাদের সঙ্গ দিয়েছ এবং আশা রাখছি আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ফরেক্সকে পাব আমাদের পাশে।
-
ফরেক্স আমার জীবনের একটি অংশ। আমার প্রতিটি ক্ষণে প্রতিটি সময় ফরেক্স ছাড়া আমি ভাবতে পারিনা। ফরেক্স আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি ঠিক বলেছেন ফরেক্স একজন মানুষের বন্ধু হিসেবে থাকতে পারে। ফরেক্সের মাধ্যমে যেমন আমি আমার সময়কে কাজে লাগাইতে পারি, পাশাপাশি এখান থেকে আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পেতে পারি। যা দিয়ে আমি আমার পরিবারকে আর্থিক সহায়তা করতে পারি। বন্ধু যেমন সব সময় বিপদ আপদে পাশে থাকে। ঠিক তেমনি ফরেক্স আমার এ জীবনে একটি অংশ হিসেবে পাশে থাকে।