রিস্ক বা ঝুঁকি যেমন ব্যবসার একটি অংশ তেমনি লাভ-লসও ব্যবসায়ের একটি অংশ। পৃথিবীর সকল ব্যবসাতেই কমবেশি লস হয়ে থাকে। লস হলে হাত গুটিয়ে বসে থাকার কোন মানে নেই। সঠিক লস ক্যালকুলেশন এর মাধ্যমে আবার নতুন করে শুরু করা উচিত। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না।
আপনার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন। লস হলে হতাশ না হয়ে ভুলগুলো আইডেন্টিফাই করে নিজেকে সংশোধন করার পরে সঠিক ক্যালকুলেশন এর মাধ্যমে রিস্ক-রিওয়ার্ড নির্ধারণ করে নতুন করে শুরু করা উচিত।