Originally Posted by
Mahmud1984fx
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।