Originally Posted by
Hasinapx
আমার জানামতে আমাদের দেশের মন্ত্রী- এমপি এবং রাজনীতিবিদেরা দারুণ চৌকশ,বুদ্ধিদীপ্ত,ক ৌশলী্* এবং যোগ্যতাসম্পন্ন হয়ে থাকে, হাতে থাকে প্রচুর সময়, মার্কেট এ্যানালাইসিস তাদের নখদর্পনে, যে কোন বিষয়ে গভীর জ্ঞান থাকে, থাকে তাদের টাকার ব্যাপক চাহিদা। কারণ তাদের মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়ন হয়। তারা যদি ফরেক্সকে অন্যতম একটি পেশা হিসেবে নিয়ে কিছু সময়ও দেন তাহলে তারাও এখান থেকে ভাল একটা ইনকাম করতে পারেন। বাস্তব অভিজ্ঞতা পেলে তারা ফরেক্সকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়ে ব্যাপবভিত্তিতে ছড়িয়ে দিয়ে তরুণ-যুব সমাজকে এখানে ইনভল্ব করতে পারলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতি একধাপ এগিয়ে যাবে । সমাধান হবে বেকার সমস্যা।