-
হ্যাঁ অনেকেই আছে যারা ফরেক্স মার্কেটের ভাষা বোঝার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে।কিন্তু পার্সোনালে আমি কখনোই কোন প্রকার ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করিনা।কারণ আমি মনে করি কোন ইন্ডিকেটর সম্পূর্ণরূপে কোন সিদ্ধান্ত প্রদান করতে পারে না শুধুমাত্র কিছু নির্দেশনা প্রদান করা ছাড়া। তাছাড়া ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডিং করলে আমার কাছে মনে হয় যেন নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কে বাদ দিয়ে অন্যের নির্দেশনা মত ট্রেডিং করছি।তাই আমি সবসময় চেষ্টা করি কোন প্রকার ইনডিকেটরের সাহায্য না দিয়ে নিজের অভিজ্ঞতা দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে ফরেক্স মার্কেটের ট্রেডিং করার। এবং এতে লাভ লস যেটাই হোক না কেন আমি স্বাভাবিকভাবে মেনে নিয়ে থাকি।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেন কিটিক্যাল ব্যবসা।ফরেক্স ব্যবসাতে ভালো কিছু করতে চাইলে আপনাকে ফরেক্স মার্কেটের ভাষা বুঝতে হবে।আমি মভিং এভারেজ ব্যববহার করি মারর্কেটের ভাষা বুঝার জন্য।মভিং এভারেজ অনেক ভালো কাজ করে।আপনি চাইলে মভিং এভারেজ সিগন্যাল ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার যার ফলে আমি এখন পর্যন্ত কোন প্রকার ইনডিকেটরের সাহায্য নিয়ে ট্রেড ওপেন করিনি। কারণ ইন্ডিকেটর সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই তবে আমি শুনেছি যে ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড ওপেন করে থাকে এবং ইন্ডিকেটরের নির্দেশ অনুযায়ী স্টপ লস ও টেক প্রফিটের ব্যবহারকরে থাকে।কিন্তু আমার কাছে ইন্ডিকেটর ব্যবহারের থেকে নিজের অভিজ্ঞতা দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেটে ট্রেডিং করা যুক্তিসম্মত ও লাভজনক বলে মনে থাকে।
-
মার্কেটে দুই ধরনের ট্রেডার আছে, সাবজেক্টিভ ও অবজেক্টিভ। যারা অবজেক্ট অরিয়েন্টেড ট্রেডার তাদের কাছে ইন্ডিকেটর ছাড়া ফরেক্স মার্কেট অচল। আবার সাবজেক্টিভ ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহারকারীদের শিশু স্বরুফ বিবেচনা করে। আপনি যেই ট্রেডিং পদ্ধতি অনুসরণ করেন না কেন, আপনাকে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে আর তা হলো মার্কেট সাইকোলজি। যদি মার্কেট এর সাইকোলজি না বুঝেন তাহলে হাজারটা ইন্ডিকেটর ব্যবহার করেও মার্কেট সম্পর্কে কোন পূর্বানুমান ধারন করতে পারবেন না।
-
আমি কখনো ইন্ডিকেটর ব্যবহার করিনি। ক্যান্ডেল চার্ট বা অন্য বিষয়গুলো দেখে ট্রেড করি। যারা ইন্ডিকেটরের সহযোগীতা নিয়ে ট্রেড করেন তারা বিস্তারিত বলবেন কি ইন্ডিকেটর সম্পর্কে । কিভাবে ব্যবহার করতে হয় ,তার প্রসেস টা একটু ব্যাখ্যা করে বললে ভাল হয়।
-
ইন্ডিকেটর মার্কেট এর মুভমেন্ট বুঝতে সাহায্য করে। মার্কেট কোন দিকে যাবে এটা কেউ ই বলতে পারবে না তবে একটা ধারণা পাওয়া যায় ইন্ডিকেটর এর মাধ্যমে। যারা ফরেক্স এ নতুন মার্কেট সম্পর্কে তেমন কিছু জানে না তাদের জন্য অতন্ত্য হেল্পফুল এই ইন্ডিকেটর। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ও ইন্ডিকেটর ইউজ করে থাকেন কারণ এটি ট্রেড প্ল্যান এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।
-
প্রাথমিক অবস্থায় ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটের গতি বোঝা যাবে। তবে যারা ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে পারে তারা ইন্ডিকেটর ছাড়াই মার্কেটের price movement বুঝতে পারে এবং সে অনুযায়ী ট্রেড করে থাকে।
-
আসলে আমার মনে হইনা কোন ইন্ডি কেটর দেখে ট্রেড করা সম্ভব আমার এটা মনে হইনা কারোন এমনটা কখনো আমার ক্ষেত্রে এমনটা কখনো হইনা আমিয়া জানিনা কেন কারোন এমনটা হইনা কারোন আমাদের মার্কেট চলে উক্ত দেশের অবস্থার উপ্রে তাই আমি মনা করি আমাদের এমন ভাবে ট্রেড করা ঠিক নই আমাদের সব সময় ট্রেড করার আগে মাকেট এর নিউজ গুলা পড়া উচিত এবং তার পর মার্কেট এনালাইসিস করা তবেই আমরা ভালো ট্রেড করতে পারবো।ধন্যবাদ সবাইকে ।
-
বিলকুল শারাব কি বাত নেহি েকে েয়ার হাম মার্কেট তোরেঙ্গে তোরেঙ্গে হাম সাত সাত হে ওরা পর্ট্রেট লাগাকার বহৎ আচ্ছা প্রোফাইল পিক অফ এক্সপেরিয়েন্স চাহুগা হাপি মমেন্ট েন্ট কাছে ক্রিকেট সবচেয়ে বড় বহ
-
ইন্ডিকেটর মার্কেট এর মুভমেন্ট বুঝতে সাহায্য করে। মার্কেট কোন দিকে যাবে এটা কেউ ই বলতে পারবে না তবে একটা ধারণা পাওয়া যায় ইন্ডিকেটর এর মাধ্যমে। যারা ফরেক্স এ নতুন মার্কেট সম্পর্কে তেমন কিছু জানে না তাদের জন্য অতন্ত্য হেল্পফুল এই ইন্ডিকেটর। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ও ইন্ডিকেটর ইউজ করে থাকেন কারণ এটি ট্রেড প্ল্যান এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটের ভাষা বোঝার জন্য।