২০১৫ সাল প্রায় শেষের দিকে। ২০১৫ সালেই আমি প্রথম ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে পারি। তারপর আমি কিছুদিন ইবুক পরে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করি।তারপর ডেমো একাউন্ট করে আস্তে আস্তে ডেমো তট্রেড করি এবং ভাল ল্যাব করেচি।
Printable View
২০১৫ সাল প্রায় শেষের দিকে। ২০১৫ সালেই আমি প্রথম ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে পারি। তারপর আমি কিছুদিন ইবুক পরে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করি।তারপর ডেমো একাউন্ট করে আস্তে আস্তে ডেমো তট্রেড করি এবং ভাল ল্যাব করেচি।
ফরেক্স মার্কেট এ লাভ লস আছে তবে এ বছর আমার তেমন লাভ হয় নি যেটুকু হয়েছিল তা আবার হারিয়ে ফেলেছি। কারন এ বছর অনেক পরিমানে ইউরো/ইউএসডি পেয়ার অনেক নিচে নেমেছে যেটা কিনা গত সাত বছরের মধ্যে আবার এইবার হয়েছে। যার কারনে এই পেয়ারে আমি খুব একটা ভাল করতে পারি নি। এখন পর্যন্ত লাভ লস সমান এ আছি আমি। দেখি সামনে এটাকে অভারকাম করতে পারি কিনা।
এবছরে আমি ট্রেডিং শুরু করি ফেব্রুয়ারি থগেকে। তবে সে একাউন্টের ব্যালেন্স কম ছিল বিধায় অল্প দিনেই আমার একাউন্ট জিরো হয়ে যায়। এরপরের দুই মাস মার্চ এবং এবং এপ্রিল মাসে আমার লসে লসেই কেটেছে। মে মাসে আমি প্রথম ফরেক্স থেকে আয় করতে পারি। জুন মাসে আমি সবচেয়ে বেশি আয় করি। জুলাইয়ে অল্প আয় করি। তারপর আবার আয় শুন্য। বলা যায় এ বছর চড়াই উতরাই এর মাঝেই কেটেছে।
ফরেক্স মার্কেট এ ২০১৫ সালে আমি প্রায় ৬ থেকে ৮ মাস ডেমো একাউন্ট করে ট্রেড করি,ডেমতে অনেক প্রফিট করি তার পরে একটি ব্রোকারে লাইভ একাউন্ট নো ডিপোজিট বোনাসে ট্রেড করি, ট্রেডে অনেক সফ লতা আসে সেই ব্রোকার আমাকে পেমেন্ট দেয়নি।
২০১৫ সাল ও শেষ এখন ২০১৬ সাল । ২০১৫ সাল আমার মোটামুটি ভাল ছিল তবে ২০১৬ সালের শুরুর দিকে তেমন ভাল করতে পারিনি । তবে এখন কঠিন প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছি । নিজেকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবই ইনশাল্লাহ । এটাই এখন মূল লক্ষ্য । ২০১৬ ই হবে আমার জীবনের অন্যতম ভাল একটি সময় । এসময়ের মধ্যেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন করব ইনশাল্লাহ ।
এ বছর ট্রেড তেমন একটা ভালো যায়নি কারণ ফরেক্স মার্কেট সর্ম্পকে অামি তেমন একটা ভালো ধারণা রাখতে পারিনি । সুতরাং আমরা সকলেই এই ব্যবসা বুঝে শুনে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।
এ বছর ট্রেডিং ভালই হলো.এইবছর এর জন্য আমার মূলধন ও ভালই যোগার করা হয়েছে যার ফলে আমি সঠিকভাবে ট্রেডিং চালিয়ে যেতে পারছি.২০১৬ সালের এই ৩ মাসে লাভটা ভালই হচ্ছে.প্রতি মাসে আমি আনুমানিক ৫০-৫৫ ডলার লাভ করতে সক্ষম হচ্ছি যা আমার জন্য পর্যাপ্ত.আমি আগের সাল থেকে এই সালে ভালো লাভবান হচ্ছি এখন এই লাভ ধারাবাহিক রেখে সালটা শেষ করতে পারলে ভালো হয়.
অবশ্যই এটা ভেবে দেখার কথা যে আমরা যখন লস করি তখন আমরা যে জিনিসটি সামলাতে পারি না সেটা হল লোভ । লোভ ছাড়া যে ট্রেড করবে সে জীবনে সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভ থেকে নিজেকে হেফাজত করব তাহলেই সফলকাম হতে পারব ।
আমার ২০১৬ দাল এর শেষের দিকে কিছু লস হয়ছে এই বছর মানে ২০১৭ সালে আবার ভাল লাভ করা শুরু করছি আশা করি এই বছর এ আমি মাসে ৫০% বেশি লাভ করতে পারবো আমি বেশি রিস্ক নিয়ে টেড করি না রিস্ক নিয়ে যদি টেড করি তা হলে আরও লাভ হবে রিস্ক নিলে অ্যাকাউন্ট ০ হবার ভয় থাকে তাই রিস্ক নেওয়া হয় না তবে আশা করছি ২০১৭ তা টেড ইং এর জন্য অনেক ভাল যাবে আমার একি স্যস্তমে এ পুর ২০১৭ সাল টেড করব
এখন ২০১৭ সালের শেষের সময়৷এসময়ে বলবো সারা বছরই আমার ব্যাক্তিগত ট্রেডগুলোতে প্রেসারে ছিলাম,অনেক লস করেছি,বহুবার ব্যালেন্সও জিরো হয়েছে৷এই বছর আমার ট্রেডিং লাইফের চতুর্থ বছর ছিল৷গত ৪ বছর এক লাইন করে করে শুধুই শিখলাম৷সারাবছর দক্ষতা অর্জনের জন্য ইন্সটাফরেক্সে নিয়মিত ডেমো কনটেষ্ট করেছি এবং কয়েকবার প্রাইজ মানিও পেয়েছি৷এবছরে অনেক স্ট্র্যাটেজী যাচাই বাছাইও করেছি,অভিজ্ঞতা অর্জন করেছি৷ফোরামেও অনেক কিছু শিখেছি,বোনাস ডলারও পেয়েছি৷এই বোনাস ডলার দিয়ে নিয়মিত ট্রেডও করেছি এবং লস/লাভ দুটোই করেছি৷বছর শেষে ভালো লাভেই আছি...আলহামদুলিল্লাহ৷