ফরেক্স মার্কেটে অসংখ্য ইন্ডিকেটর রয়েছে আর সব ট্রেডারই এক রকমের ইন্ডিকেটর ব্যাবহার করে না। যে যার সুবিধার্তে যে ইন্ডিকেটরে স্বাচ্ছন্দবোধ করে সে সেটাই ব্যাবহার করে। তবে নরমালি কিছু ইন্ডিকেটর প্রায় সব ট্রেডারই কম বেশি ব্যাবহার করে এবং এগুলো বেশ জনপ্রিয় যেমন আরএসআই, মুভিং এভারেজ, বলিন্জার ব্যান্ড, ফিবোনাকি ইত্যাদি। আমি সাধারনত শর্ট টাইম ট্রেডের ক্ষেত্রে মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যাবহার করি।