-
আমরা যদি নিজেরা পিপভ পয়েন্ট না বের করতে পারি তাহলে অবশ্যিই ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারি। কেননা খুব সহজেই আমরা পিপভ দেখে ট্রেড দিতে পারি। অনেক সময় দেখা যায় মার্কেট পিপট এর উপরে থাকলে সাধারনত বাই মোডে মার্কেট থাকে। আবার পিপভট এর নিচে থাকলে মার্কেট ডাউন মোডে থাকে।
-
পিভট পয়েন্ট মুলত একটি ইন্ডিকেটর যার দ্বারা সাপোর্ট রেজিস্টান্স সম্পর্কে ভালো ধারনা নেওয়া যায়। মুলত ক্যালকুলেশন এর মাধ্যমে পিভট পয়েন্ট বের করে নিতে হয়। পুর্বের দিনের হাই পয়েন্ট লো পয়েন্ট ও ক্লোজিং পয়েন্টের উপর বেজ করেই পিভট পয়েন্ট বের করা হয়ে থাকে