ফরেক্স বাংলার ফোরামের পোষ্ট করা বোনাস আমি গতকাল পেয়েছি।ইনন্টা ফরেক্সত কোন দেরি করেনি কারণ আমার জানা মতে প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্য তারা পোষ্ট বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে দিয়ে দেয়।
Printable View
ফরেক্স বাংলার ফোরামের পোষ্ট করা বোনাস আমি গতকাল পেয়েছি।ইনন্টা ফরেক্সত কোন দেরি করেনি কারণ আমার জানা মতে প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্য তারা পোষ্ট বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে দিয়ে দেয়।
আমি এখানে নতুন তবে ফোরামের বোনাস দেরি হওয়ার কিছু কারন থাকতে পারে হয়তো তাদের ওয়ার্কিং সিস্টেম আপডেট করেছে। হয়তো তারা অনেক চেক করে বা পোস্টের ভালো মন্দ মান যাচাই করে বোনাস দিচ্ছে সে কারনেই হয়তোবা লেট হয়ে থাকতে পারে। তবে যদি মাসের শুরুতে বোনাস দিতো তবে সকলের জন্যই ভালো হতো বলে আমার ধারনা।
সাধারনত ফোরাম এ বোনাস প্রতি মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখ এর ভিতর ট্রেডিং একাউন্ট এ যোগ হয়ে যাই,কিন্তু মাঝে মাঝে একটু দেরি হয়ে থাকে এই মাসে বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ ২০ তারিখ এর পর যোগ হয়,কিন্তু বোনাস নিয়ে চিন্তা করা লাগবেনা,বোনাস দেরি হলেও আমাদের ট্রেডিং একাউন্ট এ যোগ হবে,তিয়া মান সন্মত পোস্ট এর দিক খেয়াক রাখেন।
আসলে ফরেক্স এর পক্ষ থেকে অথবা ফোরামের পক্ষ থেকে প্রদত্ত বোনাস নির্দিষ্ট কোন নীতিমালা আছে কিনা এটা আসলে আমরা কেউ জানিনা। তবে এটা যেহেতু বোনাস উপহার হাতের কোন নির্দিষ্ট নাও থাকতে পারে এটাই আমার ধারণা।
আসলে ফোরামের পক্ষ থেকে ঘোষিত বোনাস আমরা এত দেরিতে পাই কেন সেটা আমিও বুঝতে পারছি না। তবে যদি দুষ্টু কোন নিয়ম থাকে সেটা আমরা জানতে পারলে যথেষ্ট উপকৃত হব।
ভাইবোন, প্রতি মাসে পোস্টের পুরষ্কার পাওয়ার পিছনে পিছনের উদ্দেশ্য হ'ল আমাদের আলোচনার সালিশীরা আমাদের পোস্টগুলি পুরোপুরি চেক করে সাজান এবং তারপরে ইন্সটাফরেক্স বিশেষজ্ঞদের কাছে নেট উপস্থাপনের পুরষ্কারের একটি পাঠানো পাঠান। ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ একইভাবে পুরষ্কারের আলোচনার ব্যক্তিদের প্রদান করে। আমাদের জমায়েত পর্যাপ্ত পরিশ্রমের প্রয়োজনের ভিত্তিতে সালিশকারীদের আমাদের পোস্টগুলি পরীক্ষা করতে কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে। আরও কী, আমাদের আলোচনা থেকে ব্যক্তির পরিমাণ ধাপে ধাপে প্রসারিত হচ্ছে। সন্তোষজনক শ্রমের অনুপস্থিতি এবং ব্যক্তিদের পরিমাণ বৃদ্ধির ফলে পুরষ্কার স্থগিত করা হচ্ছে।
হ্যা আমি ও জানতে চাই যে বিগত দিনে মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে দিয়ে দিত তবে এই দুই তিন মাস যাবত ২০ ষথেকে ২২ তারিখ হয়ে যাচ্ছ বোনাস পাইতে কিন্তু কেন? আমি ফোরামের সাথে সংযুক্ত প্রতিনিধি দের বলবো যে বোনাস টা আবার সঠিক সময়ের মধ্যে দেয়া হক।
প্রিয় ফোরাম সদস্য ভাই ও বোনেরা, যদি ও আমি এই ফোরামে একদমই নতুন। ফোরামে ঘাঁটাঘাঁটি করে যা বুঝলাম বোনাস পেতে হয়তো দেরী হয় কিন্তু বোনাস না পাওয়ার ঘটনা কখনো ঘটেনি। আশাকরি ভবিষ্যতে ও ঘটবেনা। হয়তো বিভিন্ন কারণে একটু দেরি হতে পারে। তবে ইনস্টা ফরেক্স কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মত স্বল্প পুঁজির ট্রেডারদের জন্য এ ধরনের একটি সুযোগ করে দেয়ায়। ফরেক্স যেহেতু নিয়মানুবর্তিতার ও ধৈর্যের সমন্বয়ের ব্যবসা, সেই নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মিশেল ঘটিয়ে এই ফোরামে প্রতিদিন অল্প অল্প বোনাস সংগ্ৰহ করে প্রফিটেবল ট্রেড করে একসময় প্রচুর পুঁজির মালিক হতে পারব ইনশাল্লাহ।
আমি এখানে নতুন তবে ফোরামের বোনাস দেরি হওয়ার কিছু কারন থাকতে পারে ওয়ার্কিং সিস্টেম আপডেট করেছে। হয়তো তারা অনেক চেক করে বা পোস্টের ভালো মন্দ মান যাচাই করে বোনাস দিচ্ছে সে কারনেই হয়তোবা লেট হয়ে থাকতে পারে। সের শুরুতে বোনাস দিতো তবে সকলের জন্যই ভালো হতো বলে আমার ধারনা।