সবাইকে নতুন বছরেরর শুবেচছা জানিয়ে এই বছরে আমার ফরেক্স মার্কেটের পথচলা।সবার যেন এই বছর ভাল কাটে এবং সাথে সাথে ফরেক্স এর ট্রেডিং গুলা সবার যেন ভাল যায় সেটা কামনা করি।আবার সবাইকে নতুন বছরের শুভেচছা।
Printable View
সবাইকে নতুন বছরেরর শুবেচছা জানিয়ে এই বছরে আমার ফরেক্স মার্কেটের পথচলা।সবার যেন এই বছর ভাল কাটে এবং সাথে সাথে ফরেক্স এর ট্রেডিং গুলা সবার যেন ভাল যায় সেটা কামনা করি।আবার সবাইকে নতুন বছরের শুভেচছা।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । বিগত বছর টা আমারও নানা চড়াই উৎরাই এর মাঝ দিয়ে কেটেছে। অনেক ভুল ত্রুটি ছিল। এবছরের প্রত্যাশা থাকবে বিগত বছরের ভুল ত্রুটি গুলো শুধরে আবার নতুন করে সব শুরু করতে চাই। আশা করি এবছর টা ভালোই কাটবে।
আপনাকেউ নতুন বছরের শুভেচ্ছা এবং আমি আর শুভেচ্ছা জানাই যারা নতুন বছরে নতুন করেক্স ফরেক্স মার্কেটে যারা আগমন করেছে তাদেরকেউ আমার পক্ষ থেকে। তবে যারা ফরেক্স মার্কেটে একেবারে নতুন তাদের কাছে আমার একটি অনুরোধ তাকবে যেটা হল ভাল করে ট্রেড না করে রিয়াল একাউন্টে ট্রেড করবেন না।
এবং
নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন এ জন্য ধন্যবাদ । তবে আমি এরকম আরও অনেক সিগন্যাল প্রভাইডারকে চিনি । কিন্তু কার কখনও ফলো করি না যদিও তারা নিয়মিত লাভ করছে । সিগন্যাল ফলো করলে আপনি পঙ্গু হযে যাবেন । আপনার নিজের আর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে না । তাই আমি মনে করি সিগন্যাল অনুসরন করা মোটেও ঠিক না ।
সবাইকে ফরেক্স ব্যবসার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানালাম । আর এর সাথে সাথে আমি এটাও বলতেছি যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং সকলকে এ বছরের আবারো শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ।
জানি না এটা একজন ট্রেডারের জন্য কতটা উপকারী।কারণ অন্যের সিগনাল যদি ফলো করেন তাহলে নিজের আর শিখা হলো কি।আমি বলছি না সিগনালগুলো ফলো করা না হোক।কিন্তু কেউ যদি প্রফেশনাল ট্রেডার হতে চায় তাহলেতো তাকে অবশ্যই ফরেক্স শিখতে হবে ।তারপর ট্রেড করতে হবে।
আজ পহেলা বৈশাখ। সবাইকে ফরেক্সের শুভেচ্ছা। আশাকরি এবছর যারা ফরেক্সে জয়েন করবেন তারা সবাই সফল হবেন। কেননা ফরেক্স এখন কম বেশি সবারই পরিচিত। আর তাই ওস্তাদের সংখ্যাও কম নয়। তাই সময় থাকতে প্রথম থেকেই কোমর বেধে লেগে পড়া উচিত।
সবাইকে আবারো জানায় পুরানো দিনের নতুন শুভেচ্ছে , আসুন আমরা নিজে ফরেক্সে কাজ করি এবং অন্যদেরকেও ফরেক্সে কাজ করার জন্য উথসাহ দিয় । যাতে আমাদের মত অন্যরাও ফরেক্সে কাজ করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে । তাই নতুন্দিনে আসুন সবাই মিলে বলি নিজে ফরেক্সের কাজ করবো এবং অপরকে ফরেক্সে কাজ করার জন্য সাহায্য করতে থাকবো যাতে তারাও কাজ করতে পারে ফরেক্স মার্কেটে ।
ফরেক্স এ্কটা ব্যবসা তাই এ ব্যাবসা য়ের লাভ লস থাকতে পারে তবে এই কাজ নিয় মত ভালো ভাবে করলে লাভ হওয়ার সম্ভবনা বেশি তবে ফরেক্স এর কাজ ভালো ভাবে না করলে লস হওয়ের সম্ভ বনা বেশি থাকা করণ ফরেক্স এর কাজ না করলে শুধু শুধু ইন্টানেটা ফরেক্স এ্রর পেজ এ বসে থাকলে ইন্টারনাট বিল দিথত হয় এ ক্ষত্রে অনেক খতি হয় ।
ফরেক্স এ আমিও প্রথম অবস্থায় একাউন্ট শুন্য করেছিলাম। তারপর আমি এনালিস্টদের অনুসরন করতে থাকলাম। কারন তারা মার্কেট এ অভিজ্ঞ তাই ট্রেড তাদের এনালাইসিস দেখে নিতাম। আস্তে আস্তে আমার লস এর পরিমান কমতে থাকে। এখন আমি আগের চেয়ে অনেওক কম লিস করি।