আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি। প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়। তবে সব ব্রোকার এর স্প্রেড এক রকম না।
Printable View
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি। প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়। তবে সব ব্রোকার এর স্প্রেড এক রকম না।
আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ০.০৩ সেন্ট মাইনাস আছে বা আপনি যদি ভলিউম ১ ডলার দিয়ে করেন তাহলে মাইনাস হবে ১ ডলার এটাই হলো স্পেড। আবার বিভিন্ন কারেন্সি বা পেয়ারের সময় ভিন্ন হতে পারে।
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমরা লক্ষ্য করি যে ট্রেডিটি কিছুটা লসে ক্লোজ হয়েছে।এটাই স্প্রেড।এই স্প্রেড ব্রোকার নিয়ে থাকে।ব্রোকারের লাভ হচ্ছে এই স্প্রেড।ব্রোকার আমাদের লেনদেন করে দেবে কিন্তু কিছু নেবেনা এটা কি হয়? তাই প্রতিটি ব্রোকার তার ক্লাইন্টদের প্রতিটি ট্রেড থেকে স্প্রেডস্বরুপ লাভ নিয়ে থাকে।
ঠাকেণ।আমরা যখন ফরেক্সে কোন ট্রেড ওপেন করতে যাই তখন আস্ক প্রাইস ও বিড প্রাইস নামে দুটি প্রাইস দেখতে পাই । এই দুটি প্রাইস এর পার্থক্যকে স্প্রেড বলা হয় । ইন্সটাফরেক্স ব্রোকার এর একটি বিশেষ সুবিধা হচ্ছে যে এর স্প্রেড সবসময় একই থাকে । মার্কেট খুব বেশি স্পাইক করলেও এর স্প্রেড অপরিবর্তিত থাকে । ইন্সটাফরেক্স ব্রোকারে স্প্রেড সবসময় ৩০ পিপেটিস থাকে কেবল মেটালের স্প্রেড কিছুটা বেশি তবে তা অন্য ব্রোকার হবে কম ।
ফরেক্স মার্কেটে আমরা কোন ব্রোকারের আন্ডারে কাজ করে থাকি। আমরা কোন ট্রেড অপেন করলে ট্রেডটি লসে অপেন হয় তাকে স্প্রেড বলে। ব্রোকার এই কমিশন দিয়ে চলে। ব্রোকারের জন্য আজ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারছি।
স্প্রেড হল ট্রেড ওপেন করার সস্ম্য আমাদের কিছু লসে দেখানো হয় যাকে এককথাই স্পেড বলে।ট্রেড অপেন করার সময় ব্রোকারদের কিছু কমিশন থাকে যা তারা কেটে নেয় তাই আমার কিছু লসে আমাদের ট্রেড টি দেখতে পাই।কিছু কিছু ব্রোকারে ট্রেড থেকে নিদ্দিস্ট পরিমান অংশ কেটে নেয়।
আস্ক প্রাইস ও বিড প্রাইস এর পার্থক্যই হল স্প্রেড। স্প্রেড হল ব্রোকারের আয় বা কমিশন। ট্রেডার যখন ট্রেড ওপেন করে তখন শুরুতেই যে ৩/৪ পিপ লস দেখায় তাই মূলত স্প্রেড। ব্রোকার এই স্প্রেড অবশ্যই নিবে আপনার লাভ হোক বা লস হোক। বিভিন্ন পেয়ারে স্প্রেড হয় বিভিন্ন রকম হয়। আবার ব্রোকার ভেদেও এর ভিন্নতা হয়।
স্প্রেড হল কারেন্সি পেয়ার এর আনুপাত । যেমন URO 1.1100 and USD 1.1103 এখানে দুই মুদ্রার মধ্যে ৩ পার্থক্যটাই হল স্প্রেড । যা ব্রোকার কে দিতে হয় ।
ফরেক্স পরিচালনার জন্যই ব্রোকার প্রতিষ্টানের জন্ম । কিন্ত তারাতো এমনিতেই সৃষ্টি হয়নি । একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তারাও ট্রেডারদেরকে সেবা দিয়ে যাচ্ছ্ । তাদের আয়ের প্রধান উৎস হল আমাদের কাছ থেকে সংগ্রকৃত কমিশন কিংবা স্প্রেড । যখন কোন ট্রেড ওপেন করবেন তখন লক্ষ করলেই দেখবেন যে সামান্য লসেই ট্রেডটি শুরু হয়েছে এবং এই লসটার অর্থ হল ব্রোকার তার প্রাপ্য কমিশন কেটে নিয়েছে । এভাবে যতবার নতুন ট্রেড ওপেন করবেন ঠিক তত বারই নিদ্দিষ্ট পরিমাণে ব্রোকার কতৃক স্প্রেড কেটে নেওয়া হবে ।
আমি মনে করি যে একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।